কুকুরকে যৌন নির্যাতন করার অভিযোগে বেহালায় গ্রেফতার এক ব্যক্তি, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
পরিমল কর্মকার (কলকাতা) : বেহালা থানা এলাকায় ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছেই একটি গলির মধ্যে একটি কুকুরকে যৌন নির্যাতন করার অভিযোগে ২৬ আগস্ট (বৃহস্পতিবার) রাতে রতন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। অভিযুক্তর বাড়ি ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছেই অন্নপূর্ণা হোটেলের ঠিক পিছনেই। এই ঘটনায় অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে বলে খবর।
অভিযোগে প্রকাশ, গত ২২ আগস্ট রাত প্রায় দেডটা নাগাদ বেহালার রায় বাহাদুর রোডে জগা’র চায়ের দোকানের পাশের গলিতে রতন নামের ওই ব্যক্তি একটি কুকুরের সঙ্গে যৌন নির্যাতন করে। ঠিক সেই সময়েই পাশের একটি দোতলা বাড়ি থেকে ঘটনাটি মোবাইলে রেকর্ডিং করা হয়। পরে এই রেকর্ডিং-টি স্থানীয় কয়েকজনকে দেখায তারা়। এরপরই স্থানীয় বাসিন্দারা এই পুরো ঘটনাটি একটি পশুপ্রেমী সংস্থাকে জানায়।
সূত্রের খবর, ওই পশুপ্রেমী সংস্থার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রতন চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) অভিযুক্তকে আলিপুর কোর্টে তোলা হলে ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন কোর্টের বিচারক।