রঙ্গশীর্ষ এর উদ্যেগে   আগামী ১০,১১ ও ১২ ই জুন তিনদিনব্যাপী একটি নাট্য কর্মশালা 

Spread the love

 

রঙ্গশীর্ষওয়ার্কশপ জয়েন করতে যোগাযোগ করুন এই নম্বরে – 9836664155/8240961139

আনিসুর রহমান,কলকাতা – কোলকাতা রঙ্গশীর্ষ আগামী ১০,১১ ও ১২ ই জুন তিনদিনব্যাপী একটি নাট্য কর্মশালার আয়োজন করেছে বি. বি ঘোষ সরণী, মুচিবাজার, উল্টোডাঙাতে । এই তিনদিনে বর্তমান সময়ের তিনজন বিখ্যাত নাট্য নির্দেশক যথা – শ্রী কমল চট্টোপাধ্যায়, শ্রী রাকেশ ঘোষ এবং শ্রী মণীশ মিত্র মহাশয় এই কর্মশালায় পাঠ দেবেন । সামগ্রিক ব্যবস্থাপনায় থাকছেন কোলকাতা রঙ্গশীর্ষ এর নির্দেশক মনোজিৎ মিত্র ।

এই নাট্যকর্মশালা থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কোলকাতা রঙ্গশীর্ষ এর আগামী প্রযোজনায় অভিনয়ের সুযোগ পাবে । কোলকাতা রঙ্গশীর্ষ এর আগামী প্রযোজনা একটু বিরাট বড় মাপের এক প্রযোজনা হতে চলেছে । উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কলম আর মনোজিৎ মিত্রের নির্দেশনায় এক নতুন ও অন্যরকম চমক দেখার আছে । আর সেই চমকের অংশ হতে অবশ্যই এই কর্মশালায় অংশগ্রহণ করুন । তাড়াতাড়ি আসন সংরক্ষণ করুন কারণ আসন সংখ্যা সীমিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.