নিজস্ব প্রতিনিধি,অয়ন বাংলা,বহরমপুর:- খবরের জেরে সাহায্য নিয়ে ছুটে আসলেন পুলিশ থেকে জনপ্রতিনিধিরা আসলেন জেলা পরিষদের সদস্য নব কুমার সাহা
মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য নব কুমার সাহা ও বিধায়ক আব্দুর রাজ্জাক আজ জলঙ্গির উত্তরের মোট পাঁচ অঞ্চলে প্রায় ৭০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সেই সময় খবর পেয়ে রমাকান্তপুর গ্রামের অসহায় পরিবারের পাশে এসে দাড়ালেন তিনিরা।
১০ কিলো চাল,৪ কিলো আলু, ২ কিলো ডাল ও সুয়াবিন তুলেদিনেল। ও জেলা পরিষদের মেম্বার নবকুমার সাহা পরিবারটিকে 1000 টাকা আর্থিক সহায়তা করেন ও একটি পাকা বাড়ি করে দিয়ার প্রতিশ্রুতি দিলেন।
রাস্তা দিয়ে যাচ্ছিলেন জলঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল কুমার দাস খবর পেতে অসহায় কোলের শিশু জন্য বেবি ফুড ও আপেল আঙ্গুর যাবতীয় ফল মূল তুলে দিলেন। এই খাদ্য সামগ্রিক পেয়ে চ্যানেল গুলিকে কে ধন্যবাদ জানান অসহায় পরিবারের লোকজন।