অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রের জন্য কংগ্রেস প্রার্থী হিষাবে মনোনয়ন জমা করলেন
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:-গোটা বাংলা সহ গোটা দেশে বহরমপুর কেন্দ্র এক নজর কাড়া কেন্দ্র।গুরু শিষ্যর লড়াই জমে উঠেছে ,প্রচারে ব্যাস্ত সব দলই।তৃণমূল কংগ্রেস এর প্রার্থী হিষাবে অর্পুব সরকার আগেই মনোনয়ন জমা দিয়েছে ,গতকাল কংগ্রেস প্রার্থী হিষাবে মনোনয়ন জমা করলেনা অধীর চৌধুরী ।
এই কেন্দ্রে মুলত লড়াই হবে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস এর মধ্যে।