অভিনেত্রী পল্লবীর পর এবার মডেল বিদিশার রহস্য মৃত্যু
পরিমল কর্মকার (কলকাতা) : টিভি সিরিয়াল অভিনেত্রী পল্লবী দে’র অস্বাভাবিক মৃত্যুর পর এক মডেলের রহস্য মৃত্যু ঘটল নগেরবাজারে। এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার রাতে ঘর থেকে উদ্ধার হয়েছে ২১ বছর বয়সী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ। তিনি নাগেরবাজারের রামগড় কলোনির বাসিন্দা। পেশায় তিনি মডেল বলেই জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদিশার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিদিশার বিছানায় মিলেছে একটি সুইসাইড নোট। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটা খতিয়ে দেখছে পুলিশ।