আব্বাস সিদ্দিকীর দল ঘোষণা পর বিস্ফোরক ত্বহা সিদ্দিকি বললেন ‘সংখ্যালঘু ভোট ভাগ করতে পীরজাদাদের নামাবে BJP-RSS’,

Spread the love

নিউজ ডেস্ক: – আব্বাস সিদ্দীকির দল ঘোষণার পরে পরেই বিস্ফোরক ত্বহা সিদ্দিকী ,বললেন বিজেপি টাকা দিয়ে পীর জাদাদের রাজনীতিতে নামাচ্ছে ও.নামাবে ।  ‘বাংলায় সংখ্য়ালঘু ভোটে ভাগ বসাতে চাইছে বিজেপি ও আরএসএস। তাঁদের নির্দেশে কোটি কোটি টাকা খরচ করে পীরজাদাদের নামানো হবে।’ ভাইপো আব্বাসউদ্দিন নয়া দল ঘোষণার করার পর বিস্ফোরক মন্তব্য করলেন ত্বহা সিদ্দিকি (Taha Siddiqui)। Zee ২৪ ঘণ্টাকে হুগলির ফুরফরা শরীফের পীরজাদা স্পষ্ট জানিয়ে দিলেন, ‘সাদা জামা, আর ভিতরে গেরুয়া পরে দুর্নীতিমুক্ত হওয়া যায় না। যে বাংলাকে দুর্নীতিমুক্ত করবে বলছে, সে নিজেই দুর্নীতিতে যুক্ত। চ্যালেঞ্জ করে বলতে পারি, ১০০ জন পীরজাদা যদি দল ঘোষণা করে, তাহলেও বাংলার সাম্প্রদায়িক শক্তি জায়গা পাবে না। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবে।

‘হুগলির ফুরফুরা শরীফে  আব্বাসউদ্দিন সিদ্দিকির   সঙ্গে মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়াইসির বৈঠক । তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। এই বৈঠকের আগেই অবশ্য আব্বাসউদ্দিন জানিয়ে দিয়েছিলেন, বিধানসভা ভোটের আগে নতুন দল গঠন করবেন। অবশেষে এদিন আত্মপ্রকাশ করল ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’। শুধু তাই নয়, এই ফ্রন্টে মিমের যোগ দেওয়ার সম্ভাবনাও কার্যত উস্কে দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকির  ভাইপো। রাজনৈতিক কারবারীদের মতে, বাংলার ভোটে যদি আসাদউদ্দিন ওয়াইসির দল প্রার্থী দেয়, সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাবে। ফলে বিপাকে পড়বে তৃণমূল (TMC)। সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্নের মুখে আব্বাসউদ্দিনের জবাব, ‘কে বলছে, মিম বিজেপির দল? যে দলই আসবে, তাকে নিজের মনে করে পথ চলব।’

গোটা বিষয়টি কীভাবে দেখছেন? এদিন Zee ২৪ ঘণ্টাকে ত্বহা সিদ্দিকি  বলেন, ‘আমরা ফুরফুরা শরীফের পীরজাদা, পীর সাহেবরা দীর্ঘশ্বাস ফেললাম। ফুরফুরা শরীফের পীরজাদাদের যাঁরা ভক্ত, তাঁরাও দীর্ঘশ্বাস ফেলল। আমাদের কাছে খুবই লজ্জার, এটা কালোদিন। পীর সাহেবদের বংশের কোনও ছেলে এ পথে হাঁটেনি। সে (আব্বাসউদ্দিন) হেঁটেছে। ভালোই করেছে।’ ভিন্নমতও কি নেই? ফুরফুরা শরীফের আর পীরজাদা মেরেবার সিদ্দিকির মতে, ‘রাজ্য়ের ভালোর জন্য সব রাজনৈতিক দলের নেতারাই ফুরফুরায় আসেন। আব্বাসও রাজ্যের ভালো চাইছে। এতে অসুবিধা কোথায়?’ তবে সঙ্গে যোগ করলেন, ‘কোনও দলের হয়ে কাজ না করে নিজে রাজনৈতিক দল তৈরি করেছে। সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে সবাই মিলে একসঙ্গে কাজ করলে ভালোই হবে।’

সৌজন্য :- জি  নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.