ওয়েব ডেস্ক:- পাঞ্জাবে বিজেপির শোচনীয় হারের পর আবার দিল্লীতে শুণ্য পেল বিজেপি ।গুজরাটের স্থানীয় নির্বাচনে বড় সাফল্যের পরদিনই দিল্লিতে ম্লান হল বিজেপির ম্যাজিক। গেরুয়া শিবিরকে ধাক্কা দিয়ে দিল্লি পুরনিগমের ৫ আসনের উপনির্বাচনে বড় সাফল্য পেল আম আদমি পার্টি। খাতা খুলল কংগ্রেসও। তবে, বিজেপিকে ফিরতে হল শূন্য হাতেই। অথচ, দিল্লি পুরনিগমের তিনটি অংশই রয়েছে বিজেপির দখলে।
রবিবারই দিল্লি পুরনিগমের ৫ আসনের জন্য উপনির্বাচন হয়েছিল। এই পাঁচটির মধ্যে চারটি আসনই অবশ্য ছিল আপের দখলে। তবে গত বছরের বিধানসভা নির্বাচনে এঁরা চারজনই বিধায়ক নির্বাচিত হওয়ায় এঁদের আসন ফাঁকা হয়। অপর আসনটি ছিল বিজেপির দখলে। এই পাঁচ আসনের মধ্যে আম আদমি পার্টি ফের চারটি আসন দখল করেছে। তাৎপর্যপূর্ণভাবে পঞ্চম আসনটি গিয়েছে কংগ্রেসের (Congress) দখলে। পাঁচটি আসনের মধ্যে কল্যাণপুরি, শালিমার বাগ, রোহিনি-সি, এবং ত্রিলোকপুরি আসনগুলি গিয়েছে আপের দখলে। অন্যদিকে চৌহান বাঙ্গার আসনটি গিয়েছে কংগ্রেসের দখলে। গুরুত্বপূর্ণ বিষয় হল এই উপনির্বাচনে আপ যেখানে ৪৬.১০ শতাংশ ভোট পেয়েছে সেখানে বিজেপি পেয়েছে মাত্র ২৭.২৯ শতাংশ। কংগ্রেস নিজেদের ভোট বাড়িয়ে চলে এসেছে ২১.৮৪ শতাংশে।