শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন অল্ট নিউজ কর্তা জুবায়ের ও প্রতীক, বলছে ‘টাইম’ ম্যাগাজিন

Spread the love

শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন অল্ট নিউজ কর্তা জুবায়ের ও প্রতীক, বলছে ‘টাইম’ ম্যাগাজিন

নিউজ ডেস্ক:-    প্রখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিন এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন, এমন সম্ভাব্য বক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় স্থান পেলেন ফেক নিউজ শনাক্তকারী ওয়েবসাইট ‘অল্ট নিউজ’-এর দুই কর্ণধার মুহাম্মদ জুবায়ের ও প্রতী সিনহা। উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।১৮৯৫ সালে সুইডিশ রসায়নবিদ (ডিনামাইটের উদ্ভাবক) আলফ্রেড নোবেল দ্বারা প্রতিষ্ঠিত ছয়টি পুরস্কারের মধ্যে একটি শান্তিতে নোবেল পুরস্কার। এই পুরস্কারটি তার স্বীকৃতিতে সবচেয়ে বিস্তৃত বলে মনে করা হয়, কারণ এটি এমন লোকদের পুরস্কৃত করে যারা “মানবজাতির কল্যাণেবিশেষ অবদান রেখেছেন। অন্য পাঁচটি নোবলে পুরস্কার যেসব বিসয়ে দেওয়া হয় সেগুলি হল সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, শারীরবিদ্যা বা ঔষধ এবং অর্থনৈতিক বিজ্ঞান। নরওয়ের সংসদ কর্তৃক নিযুক্ত পাঁচ সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ীকে নির্বাচিত করে।

কয়েকটি বিষয়ে নোবেল পুরস্কারের ঘোষণা দেওয়া হলেও শুক্রবার শান্তিতে যে নোবেল পুরস্কার ঘোষণা হবে তা নিয়ে এক বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। টাইম ম্যাগাজিনে শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন এমন ব্যক্তিদের যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে যেমন রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিদির জেলেনস্কি, কিংবা গ্রেটা থুনবার্গ, তেমনি রয়েছেন অল্ট নিউজ কর্তা জুবায়েরও প্রতীকও। এ নিয়ে টাইম ম্যাগাজিন লিখেছে, ‘সাংবাদিক মুহাম্মদ জুবায়ের ও প্রতীক সিনহা ভারতীয় ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্টনিউজের সহ-প্রতিষ্ঠাতা। যেখানে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি দলের বিরুদ্ধে প্রায়শই মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনা হয়েছে। নিরলসভাবে ভারতে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। সিনহা এবং জুবায়ের পদ্ধতিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, ভুয়ো সংবাদ ও ঘৃণামূলক বক্তব্যকে প্রকাশ্যে এনেছেন।’

টাইম ম্যাগাজিন আরও লিখেছে, ভারতীয় কর্তৃপক্ষ জুন মাসে জুবায়েরকে চার বছর আগে টুইট করা একটি মিমের জন্য গ্রেফতারর করেছিল। বিশ্বজুড়ে সাংবাদিকরা এই গ্রেফতারের নিন্দা জানিয়েছেন এবং যুক্তি দেখিয়েছেন যে এটি তার সত্য-যাচাইয়ের কাজের জন্য প্রতিশোধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.