আসামে ডিটেনসন ক্যাম্পে দুলাল পালের পর এবার ‘বিদেশী তকমাপ্রাপ্ত’ ফালু দাসের দেহ নিতে অস্বীকার পরিবারের

Spread the love

অয়ন বাংলা ডেস্ক:আসামে ডিটেনসন ক্যাম্পে আনারোও মৃত ব্যাক্তির লাস নিতে অস্বীকার পরিবারের দাবী আগে ভারতীয় ঘোষণা করা হোক ফালু দাসকে তারপর ডেডবডি
দুলাল পালের পর ফের ডিটেনশন ক্যাম্পে মৃত্যু। এবার একই পথ ধরে মৃত ফালু দাসের দেহ নিতে অস্বীকার করলো পরিবার। স্বভাবতই ফের একবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অসমে। বেজায় বিড়ম্বনায় পড়েছে অসম সরকার।

জানা গেছে, বুধবার রাতে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে অসুস্থ হয়ে গুয়াহাটি হাসপাতালে মৃত্যু হয় ফালু দাসের। তারপরেই ফালু দাসের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে সরকার। কিন্তু বিদেশী তকমাপ্রাপ্ত ফালু দাসের দেহ নিতে অস্বীকার করে পরিবার। পরিবারের অভিযোগ, সত্যিই যদি তিনি বিদেশী হয়ে থাকেন তাহলে তার মৃতদেহ আমরা কেন নেব? বিদেশেই পাঠানো হোক। পরিবারের অনড় মনোভাবের কারনে এখনও তিনদিন থেকে হাসপাতালেই পড়ে রয়েছে ফালু দাসের মৃত দেহ।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ জুলাই ৭০ বছরের অসমের নলবাড়ি জেলার বরক্ষেতি এলাকার চতেমারী গ্রামের বাসিন্দা বৃদ্ধ ফালু দাসকে বিদেশি ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে পাঠায় ট্রাইব্যুনাল। প্রায় দুবছর ডিটেনশন ক্যাম্পে থাকার পর হঠাৎ ১১ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই গত বুধবার মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.