মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের সলুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে আজ অটল টিংকারিং ল্যাবের উদ্বোধন হলো
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:- মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের সলুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে আজ অটল টিংকারিং ল্যাবের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন মাননীয় সেলিম মহম্মদ সালেহ, সহকারী বিদ্যালয় পরিদর্শক, মুর্শিদাবাদ ও মাননীয় অমিত চক্রবর্তী মহাশয়, মুর্শিদাবাদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী দেবাশিস ব্যানার্জী জানালেন, এই প্রজেক্টের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রথম পর্যায়ে ১২লাখ টাকা অনুদান মিলেছে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে অভূতপূর্ব নতুন নতুন ইলেকট্রনিক মডেল তৈরি করেছে যা সত্যিই আমাদের তাক লাগিয়ে দিয়েছে। তাদের নতুন নতুন আবিষ্কার প্রর্দশনীর জন্য রাখা হয়েছে যা আজকের পর থেকে সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। প্রধান শিক্ষক মহাশয় জানান, কেন্দ্রীয় সরকারের অর্থানুকুল্যে মুর্শিদাবাদ জেলার এই প্রথম সলুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে অটল টিংকারিং ল্যাবের উদ্বোধন ও প্রদর্শনী অনুষ্ঠিত হলো।এতে ছাত্র ছাত্রী সহ এলাকার অভিভাবক অভিভাবিকাগণ ভীষণ খুশি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা কামাল ও আশিস কুমার সাহা বলেন, বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষক শিক্ষিকার অক্লান্ত পরিশ্রম ও ছাত্র ছাত্রীদের সৃষ্টিশীল ভাবনা ও বুদ্ধির বাস্তব প্রয়োগ এই অটল টিংকারিং ল্যাবের প্রতিটি কোনায় ফুটে উঠেছে। আশা করা যায় পিছিয়ে পড়া এলাকার নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদের কাছে এই ল্যাব তাদের নতুন দিশা দেখাবে।