বিহারে বিজেপির বিজয় মিছিল থেকে মসজিদে আক্রমণ: আহত ৪

Spread the love

নিউজ ডেস্ক:-    বিহারে বিজয় মিছিল করতে গিয়ে একটি মসজিদে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় চার জন আহত হয়েছেন। পূর্ব চম্পারণ জেলার জামুয়া গ্রামে ঘটেছে এই ঘটনা।

পুলিশ জানিয়েছে, এক বিজেপি বিধায়কের নির্বাচনে জয়ের সেলিব্রেশনে যখন বিজয় মিছিল বের হয়, তখন মাগরিবের নমাজ চলছিল। সেই সময় স্লোগান না-দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিজেপি সমর্থকদের। এর থেকেই ঝামেলার সূত্রপাত।

পুলিশ জানিয়েছে, এক বিজেপি বিধায়কের নির্বাচনে জয়ের সেলিব্রেশনে যখন বিজয় মিছিল বের হয়, তখন সন্ধের নমাজপাঠ চলছিল। সেই সময় স্লোগান না-দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিজেপি সমর্থকদের। এর থেকেই ঝামেলার সূত্রপাত।

SHO অভয় কুমার জানিয়েছেন, ঢাকা আসনে আরজেডি-র ফয়জল রহমানকে পরাজিত করে ভোটে জেতেন বিজেপির পবন কুমার বনসল। জয় ঘোষণার পরই শুরু হয় বিজয়মিছিল। তবে বনসল নিজে সেই মিছিলে ছিলেন না। কুমার বলেছেন, ‘প্রার্থনার সময় লাউডস্পিকারে স্লোগান না তুলতে বলা হয়ে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। শুরু হয় হাতাহাতি। বিজয়মিছিলে থাকা বিজেপি সমর্থকরা পাথর ছুড়তে থাকেন বলে অভিযোগ।

এর গ্রামবাসীর অভিযোগ, ‘প্রায় ৫০০ লোকের বিজয়মিছিল থেকে স্লোগান ওঠে জয় শ্রী রাম। ওরা মসজিদের গেট জানলা ভেঙে দেন। ভেতরের জিনিসপত্র ভেঙে দেন।’

এই ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন SHO। গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আর কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে, সে জন্য মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.