বহরমপুরে অনুষ্ঠিত হয়ে গেল Ayan Bangla News (ABN TV ) এর গুণীজন সর্ম্বধনা ও বই প্রকাশ

Spread the love

বহরমপুরে অনুষ্ঠিত হয়ে গেল Ayan Bangla News (ABN TV ) এর গুণীজন সর্ম্বধনা ও বই প্রকাশ

তুষার কান্তি খাঁ, বহরমপুর :- “-অয়ন বাংলা “২০১৯ সালের মে মাস থেকে অত্যন্ত সততার সাথে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে জেলা তথা রাজ্যে সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রেখেছে সাহসিকতার সাথে। আজ ২৬ শে সেপ্টেম্বর রবিবার ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০১ তম জন্ম দিবস ও বিশ্ব নদী দিবস এর পূণ্য দিনে “অয়ন বাংলা নিউজ”মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের বিজন ভট্টাচার্য সভা কক্ষ (বহরমপুর) -এ বই প্রকাশ, গুণীজন সংবর্ধনা ও সাংবাদিক প্রশিক্ষণ এর বিশেষ আয়োজন করে। উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন “রংধনু”পাক্ষিক পত্রিকার সম্পাদক তথা অনুষ্ঠানের সভাপতি জয়নুল আবেদিন।

অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়”বোধোদয়”পত্রিকার সম্পাদক বিপ্লব বিশ্বাস,”রংধনু পত্রিকার সম্পাদক জয়নুল আবেদিন, মেজর শরিফ শেখ, “প্রত্যুষে” এর সম্পাদিকা শাহনাজ বেগম,
সমাজসেবী ডাক্তার আলি হাসান.ডাঃ আর এস প্রসাদ রবি ,বিশিষ্ট সমাজসেবী আইনজ্ঞ আবু বাক্কার সিদ্দিকি ,মোহন লাল রসিদ ,সমাজসেবী ওশেউল ইসলাম ,কবি শংকর দাস ,আনসারুল ইসলাম ,সুব্রত পাল.আঃ লতিফ সরকার,রুহুল কুদ্দুস,
সাংবাদিক তুষার কান্তি খাঁ, সমাজসেবী তথা চিকিৎসক চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণয় কুমার মন্ডল, নদী গবেষক সূর্যেন্দু দে, সহ মোট ২৫ জন গুণী ব্যক্তি কে। শিশির রায়ের লেখা লোক সংস্কৃতি বিষয়ক বই”লোকসংস্কৃতি”প্রকাশ করেন ডাক্তার রবি প্রসাদ রবি। অনুষ্ঠানে সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ” অয়ন বাংলা নিউজ”এর মূল কর্ণধার আনিসুর রহমান। গুণীজনদের সমাবেশে আজকের অনুষ্ঠান বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

গোটা অনুষ্ঠান নান্দনিক পরিবেশে খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.