ভুয়া ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বাবুল, মামলা দায়ের কলকাতা পুলিশের
পরিমল কর্মকার, কলকাতা : রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে মদের আসরে মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছবি শনিবার সোস্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য রাজনীতিতে সোরগোল ফেলে দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এ নিয়ে রাজ্যের শাসক দল তৃনমূলের সঙ্গে বিজেপি’র সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়। এব্যাপারে অবশ্য কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভুয়া ছবি পোস্ট করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বাবুল। এজন্য ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল শনিবার সকালে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে মদের আসরে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন বাবুল সুপ্রিয়। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায়। মানুষের তীক্ষ্ম কটাক্ষের মুখে পড়েন মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর ভাই। ছবিটিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বয়ে যায় রাজ্যের সর্বত্র।
এই ঘটনায় তৃনমূল ও বিজেপি’র মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে যায়। এই ঘটনায় উভয় দলের কর্মী, সমর্থকদের মধ্যে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়। এমনিতেই রাজ্যে করোনা’য় মৃত্যু নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা দ্বন্দ্ব চলছে। তার উপর এই ধরনের একটা ছবি পোস্ট হওয়ায় আগুনে ঘি পড়ার মতো অবস্থা তৈরি হয়।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে কলকাতা পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করে। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাবুল সুপ্রিয়র পোস্ট করা ওই ছবিটি ভুয়া। এজন্য ইতিমধ্যেই তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে অবশ্য বাবুল সুপ্রিয় কিংবা বিজেপি দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।