নিজস্ব সংবাদদাতা কান্দী,মু্শিদাবাদ :- বেঙ্গল এডুকেশন ডেভলপম্যান্ট ফাউন্ডেশনের কান্দী মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল,মু্শিদাবাদজেলার কান্দী ব্লকের মহলন্দী ইষ্টার্ন ক্লাবের নজরুল স্মৃতি মঞ্চে । কবিতা গানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রোগাম অনুষ্ঠিত হয় । বেঙ্গল এডুকেসন ডেভলপমেন্ট ফাউন্ডেসনের জেলা সভাপতি হালিমা খাতুন বলেন “আজ বর্তমান সমাজ ব্যবস্থায় মানিবকতা এবং মানবিক মুখের খুব প্রয়োজন ।পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য ,পানীয় জল ,সহ বিভিন্ন সচেতনতার খুব প্রয়োজন । আমরা এই লক্ষ্যে কাজ করে চলেছি ,ভবিষ্যতেই কাজ করব ।”
এছাড়াও কান্দী মহকুমা সম্পাদক আমজাদ আলী বললেন “আমরা শিক্ষা স্বাস্থ্য দুঃস্থ অসহায় মানুষের পাশে আছি ,এই লক্ষ্যে কাজ করব এই মানসিকতা নিয়ে আমরা এগিয়ে চলছি।”
এই কান্দি মহকুমা সম্মেলনে ১০০ জন প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী বই, খাতা, পেন, পেন্সিল, কাটার, রাবার উপহার হিসাবে তুলে দেওয়া হয়। মহলন্দি ইস্টার্ন ক্লাব, নজরুল হক স্মৃতি কক্ষে ।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি হালিমা খাতুন, জেলা পর্যবেক্ষক ডাঃ বেদারুল ইসলাম, জঙ্গীপুর মহকুমা সভাপতি মইদুল ইসলাম, কান্দি মহকুমা সভাপতি আনিসুর রহমান, সম্পাদক আমজাদ আলি সাহেব প্রমুখ। এছাড়া এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিগণ।