এপার ও ওপার বাংলার লোক শিল্পীরা মাতালেন আসর বীরভূমের শ্যামসখায় ২ দিন ব্যাপী বর্ষামঙ্গল উৎসবে

Spread the love

বীরভূমের শ্যামসখায় ২ দিন ব্যাপী বর্ষামঙ্গল উৎসব: এপার ও ওপার বাংলার লোক শিল্পীরা মাতালেন আসর

মহঃ সফিউল আলম, অয়ন বাংলা:- বীরভূম: প্রতি বছরের মতো এবছরও বীরভূম জেলার জয়দেব কেঁদুলির শ্যামসখায় ২০— ২১ জুলাই দুদিন ব্যাপী বর্ষামঙ্গল উৎসব উদযাপন করা হয় যথাযোগ্য মর্যাদায়৷ এপার বাংলার বিভিন্ন জেলা ও বীরভূমের নানা প্রান্ত থেকে শিল্পীরা উৎসবে যোগ দেন৷ একই ভাবে ওপার বাংলার তথা বাংলাদেশ থেকে আগত লোক শিল্পীরাও মাতিয়ে তোলেন উৎসব অনুষ্ঠানের আসর৷ বহু বিশিষ্ট, লোক ও সংস্কৃতিপ্রেমী মানুষদের উপস্থিতি ও সক্রিয় অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো৷

উৎসবের প্রথম দিন আনুষ্ঠানিক সূচনা তথা উদ্বোধন করেন বিশিষ্ট গায়ক অনাথ বন্ধু ঘোষ৷ বৃক্ষ রোপণ করে শুরু হয় বর্ষামঙ্গল উৎসব৷ উদ্বোধকের পাশাপাশি বৃক্ষ রোপণ করেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী আব্দুল লতিফ শাহ৷ লোক গায়ক শ্যাম গোসাঁই, আনসার ফকিররাও অনুষ্ঠান পরিবেশন করেন৷ উৎসবের দ্বিতীয় দিনে মুক্ত প্রকৃতির কোলে শিল্পীরা তাঁদের লোকশিল্পকে মেলে ধরেন৷ এদিন লোকগান পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পী এলিজা পুতুল, দিল আফরোজ রেবা, লামিয়া ঐশ্বর্য প্রমুখ৷ বহু বাউল, ফকির, কবি, সাহিত্যিক, প্রকৃতি প্রেমিকদের উপস্থিতি এবারও চোখে পড়ে৷ প্রসঙ্গত উল্লেখ্য, বিশিষ্ট গবেষক এবং বাউল, ফকির, লোকশিল্প নিয়ে আজও যিনি উল্লেখযোগ্যভাবে চর্চা করে চলেছেন সেই ইনতাজ আলি, শিক্ষক সাহিত্যিক সন্তোষ কর্মকার, লেখক, সাহিত্যিক তথা সাংবাদিক নীলোৎপল ভট্টাচার্য সহ অন্যান্যদের উপস্থিতি ও তৎপরতা ছিল চোখে পড়ার মতো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.