অল ইন্ডিয়া ফুটবল ফেডারশনের সভাপতি এবার বাংলার কল্যাণ চৌবে
পরিমল কর্মকার (কলকাতা) : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চলেছেন বাংলার কল্যাণ চৌবে। দেশের প্রাক্তণ গোলকিপার তথা বিজেপি নেতা কল্যানকেই সভাপতি হিসেবে বেছে নিয়েছে ভারতের অন্যান্য রাজ্যের ফুটবল সংস্থাগুলি। ফেডারেশনের এই কমিটি হচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সমন্বয় ঘটিয়েই। তবে প্রথম থেকেই সভাপতি হিসেবে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের প্রথম পছন্দ ছিলেন কল্যাণ চৌবে। পাশাপাশি কর্ণাটকের কংগ্রেস নেতা এন এ হ্যারিস হচ্ছেন সহ সভাপতি। অরুণাচল প্রদেশের কৃপা অজয় হচ্ছেন ফেডারেশনের কোষাধক্ষ্য। দিল্লি ফুটবল সংস্থার সভাপতি সাজি প্রভাকরণ হচ্ছেন সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত: সুপ্রিম কোর্টের নির্দেশে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে গিয়েছিল। পরে ফেডারেশনের পক্ষে জানানো হয়, ২রা সেপ্টেম্বর নির্বাচন হবে। তবে ২৪ আগস্টই ঠিক হয়ে যায়, সমস্ত রাজ্য ফুটবল সংস্থাগুলির সম্মতিক্রমেই নির্বাচন এড়িয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে মেলবন্ধন ঘটিয়েই তৈরি হবে কমিটি। তারপরই দিল্লির এক পাঁচতারা হোটেলে গোটা বিষয়টি অন্য মাত্রা পায়। ফুটবল কর্তারা জানিয়ে দেন, নির্বাচন এড়িয়েই সর্বসম্মতিক্রমে গঠিত হচ্ছে ফেডারেশনের কমিটি।