নিজস্ব সংবাদদাতা ,ভরতপুর ,মুর্শিদাবাদ :-মুর্শিদাবাদ জেলার ভরতপুর গ্রামের সিজগ্রাম এইচ এম টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি বহু পুরাতন প্রায় 150 বছরের৷ কিন্তু রাস্তার বেহাল অবস্থা বড় বিপদ ছাত্র ছাত্রীদের । পাশের গ্রামের সৈয়দকুলুট গ্রামের বহুছেলে মেয়ে আসে পড়তে ,কিন্তু যাতায়াতের রাস্তাটির অবস্থা খুবই খারাপ সামান্য জল ঝড় হলে ছাত্র ছাত্রী বিদ্যলয়ে আসতে পারেনা৷ এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা খুব বিরক্ত এবং ক্ষিপ্ত ,যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সারাইয়ের ব্যাবস্থা করার জন্য গ্রামবাসী আবেদন জানাই। এই বিষয়ে
সিজগ্রাম পঞ্চায়েত প্রধান রাসমিনা বিবি কে এই বিষয়ে বলা হলে তিনি বলেন এই রাস্তাটি আগামী 10 দিনের মধ্যে সারানো হবে এবং দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।
এই প্রতিবেদক প্রধান কে জানতে চায় রাস্তা মেরামতের বিষয়ে , প্রধান বলেন আগাগী 10দিনের মধ্যে কাজ হবে ।
রাস্তা শুধুমাত্র ছাত্র ছাত্রী নয় সকল মানুষের জন্য। এই বিষয়ে সকলকে সচেতন হওয়ার কথা বলেন প্রধান সাহেবা ,এবং যত্ন নেওয়ারও কথা বলেন।