অবশেষে বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে
নিউজ ডেস্ক , অয়ন বাংলা : – জল্পনাই সত্যি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে। শনিবার কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। যোগদান অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সূত্রে খবর, লোকসভার সাংসদ পদ ছেড়ে দিতে পারেন তিনি। বদলে অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া সাংসদ আসনে রাজ্যসভায় যেতে পারেন বাবুল।
ভবানীপুর উপনির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি। আসানসোলের ফু বারের বিজেপি সংসদ বাবুল সুপ্রিয় যোগ আজ শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন।
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর বাবুল সুপ্রিয় বলেছিলেন, তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু বাস্তবে তা হল না। তিনি যখন তৃণমূলে এলেন তখন তার একদা ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা টিবরেওয়াল মমতার বিরুদ্ধে ভবানীপুর লড়তে নামলেন ।
২০১৪ সালে আসানসোল থেকে প্রথমবার সাংসদ হন বাবুল সুুপ্রিয়। হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। ২০১৯ সালেও বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন তিনি। মন্ত্রিত্বও পেয়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদল হয়। সেই সময় মন্ত্রিত্ব খুইয়েছিলেন বাবুল। সেই সময়ই ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছিলেন আসানসোলের সাংসদ। এর পর ছেড়েছিলেন রাজনীতিও।