বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বললেন লোকসভায় বিষ্ণুপুর থেকে তাঁকে জেতানোর কাজ করেছিলেন শুভেন্দুই

Spread the love

এবার শুভেন্দু যে গদ্দার বিশ্বাসঘাতক তার প্রমান দিলেন সৌমিত্র খাঁ ।

নিউজ ডেস্ক :-  এবার শুভেন্দু যে গদ্দার বিশ্বাসঘাতক তার প্রমান দিলেন সৌমিত্র খাঁ ।  শুভেন্দু দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায় তাকে গাদ্দার মিরজাফর ইত্যাদি বলতে শোনা গেছে তৃণমূল শিবিরে। এবার তার যেন একটা প্রমান তুলে ধরলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুভেন্দু অধিকারীর জন্যই লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর আসন থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন সৌমিত্র খাঁ। বুধবার কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডের মঞ্চে দাঁড়িয়ে সৌমিত্র ফাঁস করলেন শুভেন্দু সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য।

তফাতটা মাঝের একটা বছরের। বদলে গিয়েছে দল, বদলে গিয়েছে রাজনৈতিক মঞ্চ। একসময়ের প্রতিপক্ষ এখনকার সহকর্মী। বৃহস্পতিবার কাঁথিতে ছিল শুভেন্দুর শক্তি প্রদর্শনের দিন। একদিকে সৌমিত্র খাঁ, অন্যদিকে, শমীক ভট্টাচার্য, মধ্যমনি শুভেন্দু। রোড শো শেষে সভা করলেন কাঁথির ভূমিপুত্র। তবে প্রথমেই মঞ্চে ওঠেন সাংসদ সৌমিত্র খাঁ। শুভেন্দুকে পাশে নিয়েই বললেন একাধিক কথা। তবে সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠল সৌমিত্রর বলা এক ‘কনফেসন’। কেন লোকসভায় বিষ্ণুপুরের আসন থেকে বিজেপির টিকিটে জিতে গিয়েছিলেন তিনি? তার পিছনে কাজ করেছিল সেই শুভেন্দু-ক্যারিশ্মাই।

কথাটা যখন সৌমিত্র বললেন, হঠাত্ একটা স্তব্ধতা, বিস্ময় কর্মীদের চোখেমুখে। সৌমিত্র বললেন, “শুভেন্দুদাকে লোকসভা নির্বাচনে বিষ্ণুপুরে না যেতে বলেছিলাম। দাদা যায়নি। তাই আমি জিতেছি” রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সৌমিত্র আসলে

জনগণের মধ্যে শুভেন্দু-ফ্যাক্টরটা কতটা স্পর্শকাতর, তা বোঝাতেই এই কথা বলেছেন। কাঁথির মাটিতে অধিকারী পরিবার তথা ভূমিপুত্র শুভেন্দু ম্যাজিক আজ আরও একবার দেখছে গোটা বাংলা।

শুভেন্দু যে বিশ্বাস ঘাতক সেটা প্রমান করার জন্য বিজেপি নেতারা ই যথেষ্ট বলে মনে করছেন  রাজনৈতিক নেতারা
সৌজন্য :- বঙ্গ রির্পোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.