৩০ টি আসন ও পেত না কমিশনের সহযোগিতা না পেলে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

 

কমিশনের সহযোগিতা না পেলে বিজেপি ৩০ টি আসনে পেত না: নির্বাচনী নীতির সংস্কার চেয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী

নিউজ   ডেস্ক :-  হ্যাটট্রিক করার পর প্রথমবার বিধানসভায় ভাষণে নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের পর বিধানসভায় মমতা বলেন, ‘মানুষের রায়ে ক্ষমতায় এসেছি। অনেক চক্রান্ত হয়েছে। কমিশনের সহযোগিতায় রিগিং হয়েছে। নির্বাচন কমিশনের সংস্কারের প্রয়োজন।’

BJP-কে আক্রমণ করে মমতা বলেছেন, ‘যারা বিরোধী হিসেবে জিতে এসেছে, তারা কমিশনের দয়ায় এসেছে। ওরা কীভাবে জিতেছে, আমি জানি। যাই হোক মানুষের রায় মেনে নিয়েছি। কমিশন সাহায্য না করলে আমরা জানি ৩০টি আসনও পেত না ওরা। শপথ অনুষ্ঠানে ডেকেছিলাম, ওরা আসেনি। বিধানসভার অধিবেশনও বয়কট করেছে। জনগণই বয়কট করেছে ওদের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.