*রেল ব্রিজের নিচে থেকে উদ্ধার এক আদিবাসীর ব্যক্তির মৃতদেহ*
নিজস্ব সংবাদদাতা, বীরভূম :- রেল ব্রিজের নীচে থেকে মদ্যপ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য লাভপুরে। মৃতদেহটি উদ্ধার হয় লাভপুরের লাঘাটা রেল ব্রিজের নীচে নদীর চড় থেকে। মৃতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
পরিবার সূত্রে খবর, বছর চল্লিশের ওই মৃত ব্যক্তির নাম সুনীল হেমব্রম। বিগত এ মাস ধরে মানসিক রোগে আক্রান্ত থাকার ফলে বিভিন্ন সময় বাড়ি থেকে বেরিয়ে যেত সে। এমনকি গতকাল রাতেও সে খাওয়া দাওয়া করার পরে শৌচালয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপরে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ হয় এবং খোঁজখুঁজি শুরু করে আজ তার মৃতদেহ উদ্ধার হয়। লাভপুর থানার পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল পর্যবেক্ষন করার পরে তাদের অনুমান রেলব্রিজ থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে আপাতত অস্বাভাবিক মৃত্যু বলেই মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই বাকি তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।