শনিবার সন্ধ্যায় এক স্বপ্নীল পরিবেশে কবি ও কবিতা উৎসব এবং বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো লালবাগের কিল্লা নিজামতের আঞ্জুম মঞ্জিল চাঁদনী মহলে
নিজস্ব সংবাদদাতা ,মুর্শিদাবাদ – শনিবার সন্ধ্যায় এক স্বপ্নীল পরিবেশে কবি ও কবিতা উৎসব এবং বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো লালবাগের কিল্লা নিজামতের আঞ্জুম মঞ্জিল চাঁদনী মহলে। এই উৎসবের আয়োজন করেছিল অগ্নিশিখার জগত ও আঞ্জুমান mancine সোসাইটি এবং অচ্ছুত আনন্দ সংবাদ এক ঝাঁক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী এবং শিল্পী সমন্বয়ে এই উৎসবে কবিতা সংগীত নৃত্য এবং আলোচনায় মনোরম অনুষ্ঠান মঞ্চস্থ হয় গুণীজনদের শারদ সম্মান প্রদান করা হয় হোটেল হাজারদুয়ারীর পক্ষ থেকে ছিলেন কবি অগ্নিশিখা সমাজসেবী সাবা মির্জা কলকাতা থেকে এসেছিলেন গায়ক তন্ময় মুখোপাধ্যায় প্রশান্ত ধারা বাচিক শিল্পী সুমন মুখোপাধ্যায় ইন্দ্রনীল রায় রঞ্জনা কর্মকার কবি নীলাচল চট্টরাজ মানবেন্দ্র সাহা স্বপ্ননীল আনন্দ সমাজসেবী কপিল ব্যানার্জি ইন্দ্রনাথ মজুমদার এবং বিশিষ্ট গুণীজনরা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেজময় বন্দ্যোপাধ্যায় এদিনের উৎসব প্রসঙ্গে কি বলেছেন চট্টরাজ আলপনা ব্যানার্জি মানবেন্দ্র সাহা, ও বিশিষ্ট সাংবাদিক সুবীর ঘোষ শিক্ষক লালবাগ সিঙ্গি হাই স্কুলের শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক হসেনুর হোসেন কে কি বলেছেন দেখুন।