বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে তৃনমূল প্রার্থী রত্না চ্যাটার্জীর সমর্থনে নির্বাচনী প্রচারাভিযান
পরিমল কর্মকার (কলকাতা) : – বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জীর সমর্থনে ট্যাবলো ও ব্যান্ড সহযোগে বেহালায় ১২১ নম্বর ওয়ার্ডে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার (২৩ মার্চ) একটি নির্বাচনী প্রচারাভিযান সংগঠিত হয়। এই মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ কলকাতা তৃনমূল কংগ্রেসের যুব সম্পাদক সোমনাথ ব্যানার্জী (বাবন)। মিছিলে অংশ নেন তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জী সহ ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রূপক গাঙ্গুলি, বিশ্বজিৎ চাউলিয়া, জয়দেব মণ্ডল, পঙ্কজ মজুমদার, গণেশ দ্বিবেদী প্রমুখ।
এদিন বিকেলে মিছিলটি বেহালা মূচিপাড়া তৃনমূলের পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে সিরিটি, প্রফুল্ল সেন কলোনী, মিনি পার্ক, নেতাজি সড়ক সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে প্রায় কম বেশি এক হাজার কর্মী-সমর্থক সামিল হন। তারমধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এলাকার মানুষের বক্তব্য, বেহালার ভূমিকন্যা তথা প্রাক্তন মেয়র শোভন জায়া তৃনমূলের রত্না চ্যাটার্জী বনাম বিজেপি’র বহিরাগত প্রার্থী চিত্রতারকা পায়েল সরকারের এই ভোটযুদ্ধে আপাতত: রত্নাই এগিয়ে রয়েছেন। স্বভাবতঃই তার নির্বাচনী প্রচারে হাজার হাজার মানুষের উপস্থিতি চোখে পড়ছে বলে জানান তারা।
অপরদিকে বেহালা পূর্বে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপির পায়েল সরকারের নির্বাচনী প্রচার এখনও সেভাবে এলাকায় সাড়া ফেলতে পারেনি। বিধানসভা নির্বাচন একেবারে সন্মুখ সমরে এগিয়ে এলেও পায়েলের নামে তেমন কোনও দেওয়াল লিখন কিংবা ফ্লেক্স ইত্যাদি এখনও চোখে পড়ার মতো নয়। বেহালা পূর্বে পায়েলের পদযাত্রা দিয়ে বিজেপি তাদের প্রার্থীর নির্বাচনী প্রচার শুরু করলেও তাতে সেভাবে ছাপ ফেলতে পারেনি বিজেপি। আর এটাই এখন তৃণমূল প্রার্থী রত্নার তুরুপের তাস…. তাই এখন রত্নার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।