রাণীনগর বিধানসভা কেন্দ্রে এসডিপিআই এর প্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক শাহের আলমের নাম ঘোষণা

Spread the love

রাণীনগর বিধানসভা কেন্দ্রে এসডিপিআই এর প্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক শাহের আলমের নাম ঘোষণা

নিজস্ব সংবাদদাতা ,বহরমপুর :-  নির্বাচনের দিন যতো এগিয়ে আসছে বিভিন্ন দল তার নির্বাচনী প্রচারাভিযান চালাচ্ছে । মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভা জোরকদমে ভোট প্রচারে নামছে এসডিপিআই । মঙ্গলবার রাণীনগর বিধানসভার টেকারায়পুরে কর্মীসভার মধ্যে দিয়ে এসডিপিআই এর প্রার্থী ঘোষণা করা হয় । রাণীনগর বিধানসভায় এসডিপিআই প্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক সাহের আলমের নাম ঘোষণা করা হয় । সমাজসেবী হিসাবেই এলাকায় সাহের আলমের যথেষ্ট পরিচিতি আছে বলে জানা গেছে ।
এই দিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন,জেলা সম্পাদক মাসুদুল ইসলাম, এসডিপিআই এর রাণীনগর বিধানসভার সভাপতি গোলাম হোসেন, প্রার্থী সাহের আলম,আবুল কাসেম সহ বিভিন্ন অঞ্চল নেতৃত্ব ও কয়েকশো নেতাকর্মী ।
উল্লেখ্য রাণীনগর বিধানসভার বর্তমানে কংগ্রেসের বিধায়িকা ফিরোজা বেগমকে আবারও টিকিট দিয়েছে কংগ্রেস । ফিরোজা বেগমের প্রতি রয়েছে এলাকার মানুষের ক্ষোভ তিনি নাকি বিগত ১০ বছরে সেভাবে কিছুই করেননি । অন্য দিকে রাণীনগর বিধানসভায় তৃণমূলের কংগ্রেসের প্রার্থী সৌমিক হোসেনের বিরুদ্ধে রয়েছে নানান দুর্নীতির অভিযোগ । এই মুহূর্তে এসডিপিআই একজন সৎ ও সমাজসেবী হিসাবে পরিচিত মুখ সাহের আলম কে প্রার্থী ঘোষণা করাই চিন্তায় ভাজ ফেলেছে অন্যান্য রাজনৈতিক দল গুলির। অন্যদিকে নিজেদের মধ্যে কংগ্রেস ও টিএমসির গোষ্ঠীদ্বন্ধের সুযোগে জয়ের হাসি হাসবে এসডিপিআই বলে মনে করছে বিভিন্ন মহল ।
অন্যদিকে একই দিনে কর্মীসভার মধ্যে দিয়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিধানসভায় এসডিপিআই এর প্রার্থী হিসাবে বিশিষ্ট সমাজসেবী মুহাম্মদ আলাউদ্দিন সেখের নাম ঘোষণা করা হয় ।উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম,সামসেরগঞ্জ ব্লক সভাপতি আফফান আলী,জেলা সভাপতি বদরুল আলম,মুহাম্মদ রাকিম সহ অন্যান্য নেতৃত্ব ।
উল্লেখ্য কয়েক দিন বাংলার রাজনীতিতে বাংলা গণ মঞ্চ নামে প্রায় ৭ টি দল নিয়ে এক নতুন জোটের আত্মপ্রকাশ হয় । পশ্চিমবঙ্গের প্রায় ৪০ টি আসনে এই জোট প্রার্থী দিবে বাংলা গণমঞ্চ বলে জানা গেছে ।এসডিপিআই কেরালা, কর্ণাটক,পদুচেরি ও পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা আসনে নির্বাচনে প্রতিদন্ধিতা করছে বলে সূত্রের খবর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.