রামপুরহাটে জোর কদমে শুরু সিবিআই তদন্ত
পরিমল কর্মকার (কলকাতা) : কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই রামপুরহাটে বগতুই-এর ঘটনা নিয়ে গতকাল (শনিবার) থেকেই জোর কদমে শুরু হয়েছে তদন্তের কাজ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ইতিমধ্যেই নমুনা সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে।
রামপুরের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় হাইকোর্ট স্পষ্ট ভাবে জানিয়েছিল, এই ঘটনার তদন্তে আর কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। সমস্ত ঘটনার তদন্ত করবে সিবিআই।
হাইকোর্টের নির্দেশের পরই তদন্তের ভার তুলে নিয়েছেন সিবিআই কর্তারা। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে তারা নানা নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন। তবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে — এমনটাই আশঙ্কা করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তদন্তকারী অফিসারদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর।