যাদবপুরে চট্টগ্রাম পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন
রিমা শিকদার (কলকাতা) : শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় যাদবপুর সুপার মার্কেটের পরিষদ অফিসে “চট্রগ্রাম পরিষদে”র ৬৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। এদিন সংগঠনের সদস্যদের গাওয়া গান, কবিতা, শুভেচ্ছা বিনিময় এবং নানা আলোচনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান এক মিলোনোৎসবের রূপ নেয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপন রায় বিশ্বাস। উপস্থিত ছিলেন — কার্যকরী সভাপতি পীযুষ কান্তি দাস, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, এ্যাসিঃ জেনারেল সেক্রেটারি প্রদীপ দত্ত। উল্লেখ্য, এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে অনেক পুরনো কর্মকর্তারাই এখন প্রয়াত। তাই তাঁদের স্মৃতি ও আত্মত্যাগের কথা এদিন উপস্থিত বক্তাদের বক্তব্যে ফুটে ওঠে। সংগঠনের অন্যতম সদস্যা রিমা শিকদার তার স্বরচিত একটি কবিতা পাঠ করেন।
সকল বক্তাদের বক্তব্যের মূল কথা ছিল — এই সংগঠনকে সদস্যদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সমবেতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।অনুষ্ঠানের শেষ পর্বে মোহিনী চৌধুরী রচিত স্বাধীনতা সংগ্রামের সেই স্বরনীয় গান “মুক্তির মন্দির সোপানতলে ….” গানটি পরিবেশিত হয়। সব শেষে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।