তালিবপুর মীরপাড়া দ্বীনিয়াত মক্তবের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন
অয়ন বাংলা ,সালার :- এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় মক্তবের পক্ষ থেকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মক্তবের শিক্ষক, স্থানীয় ইমাম সাহেব সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। মক্তবের ছাত্র ছাত্রী রা গজল সহ বিভিন্ন event এ অংশ গ্রহণ করেন। ছাত্র ছাত্রী দের মধ্যে কেক, চকলেট বিতরণ করা হয়।
পতাকা উত্তলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বাধীনতার গুরুত্ব ও স্বাধীনতা দিবসের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট রা। মানবাধিকার কর্মী আবুল হাসান আল মামুন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও হাসান, বক্তার, তামিজুদ্দিন সহ এলাকার মানুষ ছিলেন এই অনুষ্ঠানে।