আসছে কিন্তু কি?
নিউজ ডেস্ক :- এই ট্যাগ লাইনে ছেয়ে গেছিল কলকাতার দেয়াল।পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় এই লাইন নিয়ে চলছে প্রচার। অভূতপূর্ব সাড়া ।সবাই জানার জন্য উৎসুক হতে থাকে।সেই রহস্যের ই প্রকাশ ঘটে ৪ ই মে সন্ধ্যা ৭ টায় nbankur র রিহার্সাল কক্ষে।পোস্টার ও শো বোর্ড উন্মোচন এর মাধ্যমে জানানো হয় যে আসছে “কাঁটা চামচ”
কী এই কাঁটা চামচ?
Nbankur এর নতুন নাটক জার premiere show o
হতে চলেছে ৭ ই জুন সন্ধ্যা ৬.৩০ তপন theatre
E
নাটক টি রচনা মঞ্চ আবহ প্রয়োগ : শান্তনু চক্রবর্তী
অভিনয়ে : চন্দ্রিমা দে , স্রেয়াতি সাহা, সৌমিতা ঘোষ, অনন্যা বেড়া,বিপ্লব ঘোষ,অমিত ঘোষ ,শঙ্খ নাদ মল্লিক,সঞ্জীব বারুয়া, অভ্র জ্যোতি ব্যানার্জী, জয় আইচ, শান্তনু চক্রবর্তী।
আবহ প্রক্ষেপণ : তনু ঠাকুর
আলো : বাবলু সরকার
মঞ্চ নির্মাণ: অজিত রায়।
নাটকটি একটি রোমান্টিক থ্রিলার তাই কাহিনী আগে থেকে বলা সম্ভব নয়।নাটকের থ্রিলারের আনন্দ পেতে সবাই কেই আস্তে হবে ৭ জুন তপন theatre e সন্ধ্যা ৬.৩০ এ।
আজ নাটকটির শো বোর্ড উন্মোচন করেন দলের ই সদস্য শঙ্খ নাদ মল্লিক
পোস্টার উন্মোচন করেন তনু ঠাকুর।