বিজেপি কৃষিমন্ত্রীর বিতর্কিত মন্তব্য ”যে কৃষকরা আত্মহত্যা করে, তারা কাপুরুষ” ক্ষোভে ফুঁসছে কৃষককুল

Spread the love

নিউজ ডেস্ক :- বিতর্কিত মন্তব্য কৃষিমন্ত্রীর কণাটকের এই কৃষিমন্ত্রী বলেন  ‘যে কৃষকরা আত্মহত্যা করে, তারা কাপুরুষ!’ সারা দেশে মাথাচাড়া দিচ্ছে কৃষকদের ক্ষোভ। দিল্লিতে সুর চড়াচ্ছে হাজার-হাজার কৃষক। এই পরিস্থিতিতে আত্মহত্যা করা কৃষকদের কাপুরুষ বলে বিতর্কে জড়ালেন কর্নাটকের কৃষিমন্ত্রী।  বিজেপি কৃষিমন্ত্রীর মন্তব্যে তুঙ্গে বিতর্ক ।  কর্নাটকের কৃষিমন্ত্রী এমন কথা বললেও সে রাজ্যের কৃষক আত্মহত্যার পরিসংখ্যান রীতিমতো শিউড়ে ওঠার মতো। ২০১৯ সালে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি, ৩৯০০ জন কৃষক আত্মহত্যা করেছিলেন। তারপরই রয়েছে কর্নাটক। সেখানে আত্মহত্যা করেছে ১৯৯২ জন কৃষক, অন্ধ্র প্রদেশে ১০২৯ জন, মধ্যপ্রদেশে ৫৪১ জন, তেলেঙ্গানায় ৪৯৯ জন ও পঞ্জাবে ৩০২ জন কৃষক আত্মহত্যা করেছেন।

রাজ্যের কৃষিমন্ত্রীর এহেন মন্তব্যে আসরে নেমেছে কর্নাটক কংগ্রেস। দলের মুখপাত্র ভিএস উগরাপ্পা বলেন, ‘কৃষকদের প্রতি বিজেপির মনোভাবের প্রতিফলনই হল এই কথা। কৃষিমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিৎ। কেউ নিজের জীবন ইচ্ছে করে নষ্ট করে না।’

এদিকে, টানা সাত ঘণ্টার বৈঠকে রফাসূত্র মিলল না। কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসে কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রইলেন কৃষকরা। যদিও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর এদিন বৈঠকের শেষে বলেন, ‘কেন্দ্রের কোনও ইগো নেই। আলোচনা চলবে।’ আপাতত আবার ৫ ডিসেম্বর বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে দুপক্ষ। তবে, কৃষক প্রতিনিধিরা সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবিতে এখনও অনড় এবং তা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা।

সৌজন্য :- এই সময়

2 thoughts on “বিজেপি কৃষিমন্ত্রীর বিতর্কিত মন্তব্য ”যে কৃষকরা আত্মহত্যা করে, তারা কাপুরুষ” ক্ষোভে ফুঁসছে কৃষককুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.