করোনা সন্দেহভাজন অসুস্থ ব্যক্তি টানা তিন ঘণ্টা বেহালার ফুটপাথে পড়ে থাকার পর, হাসপাতালে নেওয়ার উদ্যোগ পুলিসের
পরিমল কর্মকার (কলকাতা) :- প্রচণ্ড দাবাদহে রবিবার বেলা প্রায় ১০টা থেকে টানা তিন ঘন্টা ধরে বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে ফুটপাথে পড়ে রইলো এক অসুস্থ ব্যক্তি। শারীরিক অক্ষমতা ও মুখ দিয়ে লালা পড়ায় করোনা আতঙ্কে কেউ তার ধারে কাছে যেতে সাহস পাচ্ছিলেন না। রাস্তায় শয়ে শয়ে মানুষ যাতায়াত করলেও ভ্রুক্ষেপ নেই ,অবশেষে বিষয়টি বেহালা থানায় জানানো হলে পুলিশ এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়।
পরিবেশবিদ বিদ্যুৎ মিত্র বলেন, “প্রায় তিন ঘন্টা ধরে অসুস্থ ওই ব্যক্তি ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে রাস্তার ফুটপাথে উবু হয়ে বসে ছিলেন। অসুস্থতা ও শ্বাসকষ্টে ছটফট করছিলেন। মুখ দিয়ে লালা পড়ছিল। উঠে দাঁড়াবার ক্ষমতাও ছিলনা। সাধারণত: এখানে কোনও কেউ অসুস্থ হলে কিংবা কোনও দুর্ঘটনা ঘটলে আমরাই হাসপাতালে নিয়ে যাই। কিন্তু করোনা আবহে সংক্রমনের আতঙ্কে কেউ তার ধারে কাছে যেতে সাহস পাচ্ছিলাম না।”
তিনি বলেন, “বেহালা থানায় খবর দে়ওয়ার পর দেরিতে হলেও পুলিশ এসেছে। পুলিশ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলে আমরা নিশ্চিন্ত হই।” তিনি এই প্রতিবেদককে (সাংবাদিককে) জানান, ওই ব্যক্তি খুব ধনী ঘরের সন্তান। আলিপুরের বর্ধমান রোডে ১৪ কাঠা জমির উপর তার পৈতৃক বাড়ি। এখন অবশ্য সেটা বিরাট বহুতল ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে। কিন্তু তার এক নিকট আত্মীয় ওই সম্পত্তি আত্মসাৎ করে নেওয়ার ফলে তার এই দুরাবস্থা।
সূত্রের খবর, ওই ব্যক্তি সম্পত্তিচ্যুত হওয়ার পর ১০/১২ বছর আগে “বেহালা নতুন দল” ক্লাবের কাছে একটি বাড়িতে ঘর ভাড়া করে থাকতেন । ভাড়া দিতে না পারায় তিনি সরিষাতে একটি আশ্রমে চলে যান, তারপর সেখানেই থাকতেন। কিন্তু সম্প্রতি দিন ১৫ যাবৎ তাকে আবার বেহালায় দেখা যায়। তারপর এই ঘটনা।