বেহালার বিদ্যাসাগর হাসপাতালে করোনা-র ভ্যাকসিন দেওয়া শুরু হলো
পরিমল কর্মকার (কলকাতা) : বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটালে আজ (মঙ্গলবার) থেকে করোনা রোধে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু হলো। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কলকাতা পুলিশের ১০০ জনকে এইদিন ভ্যাকসিন দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য কবে এই ভ্যাকসিন দেওয়া হবে সেটা পরে জানানো হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত: গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এই রোগে আক্রান্ত হয়ে ১৮ মার্চ দেশে প্রথম ১ জনের মৃত্যু ঘটে। তারপর থেকে আজ পর্যন্ত মোট ৮ হাজার ২০৫ জন নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৩৮ হাজার ৬২ জন।
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৫ জন। তারমধ্যে বিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন এবং ষাটোর্ধ্ব ১০ জন।