চোর ধরো, জেল ভরো এবং মুর্শিদাবাদের নাম বিলোপের প্রতিবাদে সিপিএমের মহামিছিল বহরমপুরে
রঙ্গিলা খাতুন, বহরমপুর:- দীর্ঘ দিন পর লালের ঢেউ দেখল বহরমপুর। বহরমপুর জুড়ে সিপিএমের মহামিছিল যেন বুঝিয়ে দিল বামেরা রাস্তায় লড়াই আন্দোলনে মানুষের পাশে আছে।
চোর ধরো জেল ভরো, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, জেলা ভাগের নামে মুর্শিদাবাদ নাম বিলোপের প্রতিবাদে মহামিছিল সিপিআইএমএর বহরমপুরে।
বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা সিপিআইএম কার্যালয় থেকে সিপিআইএমএর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে মহামিছিল বের হয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সেখ হাসিনা, সোমনাথ ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি সাহা সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
যেন লাল ঢেউ ফিরছে আবার।
বহরমপুরের এফ ইউ সি ময়দান থেকে এই মহামিছিল বের করে গোটা বহরমপুর শহর পরিক্রমা করে। শেষে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসে মিছিল শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান বক্তা মহম্মদ সেলিম।
তিনি বলেন “এতদিন পুলিশ প্রশাসনের সকলেই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছিলেন ৷ কিন্তু, এখন অনেকটাই কম। আসতে আসতে সকলেই বুঝতে পারছে এই চোরদের দলটা আর থাকবে না। কারণ যোগ্য স্থান জেলে। ”
এই সমাবেশ থেকে তৃণমূল নেত্রী মহম্মদ সেলিম আক্রমণ করে বলেন ” আগে ছিলেন বাংলার মা, এখন বিড়াল হয়ে কাশিতে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু ছাড় পাবেন না। ”