রাজিবুল হক ,অয়ন বাংলা, দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজ পুর জেলার বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম। জানা গেছে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় অসহায় হতদরিদ্র মানুষদের সেবায় যাদবপুর থেকে উত্তরবঙ্গে এসেছিলেন সুকুমার রায় চৌধুরী। সেই সময় ভারত সেবাশ্রম এর সাথে যুক্ত হয়ে স্বামী প্রজ্ঞানন্দ মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন তিনি। 1995 সালে অনাথ এবং হতদরিদ্র শিশুদের শিক্ষাদানের জন্য গড়ে তোলেন বড়াইল উপজাতি কল্যাণ সংঘ আশ্রম।
বর্তমানে 89 বছরে পা দিয়েছেন সুকুমার বাবু। বয়সের সাথে সাথে দায়িত্ব বেড়েছে অনেক। কিন্তু বর্তমানে নানান সমস্যায় আশ্রমের ব্যয়ভার বহন করতে হিমশিম অবস্থা হচ্ছে তার।
এ বিষয়ে সুকুমার বাবু বলেন,
“এত বছর ধরে কোন প্রকার সরকারি সাহায্য পাইনি। সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরেও সুরাহা মিলেনি । বিগত বন্যায় আশ্রমের ঘরগুলিও ক্ষতি গ্রস্ত হয়েছে।
কোনো সংস্থা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় অনেক দুশ্চিন্তা মুক্ত হতাম।”