বিজেপির চারটি পার্টি অফিস উদ্ধার করল তৃণমূল , নিজের গড়েই এবার কোণঠাসা অর্জুন

Spread the love

ওয়েবডেস্ক: লোকসভা ভোটে একধাক্কায় ১৮টি আসন পাওয়ার পর বিজেপি ভেবেছিল, এবার বাংলা দখল করা কেবল সময়ের অপেক্ষা। কিন্তু তিন বিধানসভা আসনের উপনির্বাচন বুঝিয়ে দিল, লড়াইটা মোটেও সহজ হবে না। গতকালের ফল যেন নতুন অক্সিজেন সঞ্চার করেছে শাসকদলে। যারা এতদিন আশাহত হয়ে ঘরে বসে ছিলেন তারা বেরিয়ে এসেছেন। আর দক্ষিণবঙ্গে যেই এলাকায় তৃণমূলের সব থেকে বেশি রক্ত ঝরেছিল, সেখানে ফের পায়ের তলার মাটি খুঁজে পেতে শুরু করেছে শাসকদল।

বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। তিনটি বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর এবং খড়্গপুর সদর। এই তিন কেন্দ্রেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বিপুল ভোটের ব্যবধানে জিতছে তৃণমূল কংগ্রেস। তারপরই ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের গড়ে একের পর এক বিজেপির চারটি পার্টি অফিসে দখল নিয়ে ফেলেছে তৃণমূল। শাসক শিবিরের দাবি, ওই সকল পার্টি অফিস আগে তৃণমূলেরই ছিল। লোকসভা নির্বাচনের পরে বিজেপি সেগুলি দখল করে নেয়। সেই সকল পার্টি অফিসগুলির ফের দখল নিয়েছে তৃণমূল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার পানপুর, নৈহাটি, মাদ্রাল এবং বারাকপুরে বিজেপির পার্টি অফিসে দখল নিয়েছে তৃণমূল। বিজেপির তরফে যদিও দাবিও করা হয়েছে, সংখ্যাটা আরও বেশি। তবে এই জেলার একের পর এক পুরসভা পুনরুদ্ধারের পর পার্টি অফিস পাল্টা দখলও বলে দিচ্ছে, অর্জুনের গড়ে ফের হারানো জমি ফিরে পাচ্ছে তৃণমূল।
সৌজন্য:- মহানগর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.