দিলদার সেখ,অয়ন বাংলা, দঃদিনাজপুর:- দঃ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে তিন নং উদয়পুর গ্ৰাম পঞ্চায়েতের অধীনে মোস্তাইল এলাকায় টাঙ্গন নদীর ক্যানাল উপরে রয়েছে বাঁশের সাঁকো দিয়ে প্রায় দীর্ঘ 16 বছর ধরে যাতায়াত করছে গ্রামের সাধারণ মানুষরা যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান গ্ৰামবাসিরা বলেন মস্তাইল এলাকায় রয়েছেন একটি প্রাথমিক বিদ্যালয়, অঙ্গনারী কেন্দ্র ,এস এস কে ।
নীত্য দিন ঐ বাঁশের সাঁকোর উপর দিয়ে ১০ হাজার লোক যাতায়াত করেন। এক গ্ৰামবাসী ধরেন সরকার জানান দীর্ঘ দিনের দাবী পাকা সেতু হক পাকা সেত হলে আমরা উপকৃত হবো। আর আমাদের যাতায়াতের খুবই সমস্যা গর্ভবতী মহিলাদের হসপিটালে নীয়ে যেতে অসুবিধা হয়ে এমন কি খোদ ছাত্র-ছাত্রীদের এই বাশের সাকো উপর দিয়ে সমস্যা সমুক্ষিন হয়ে বলে জানান। এই প্রসঙ্গে এক ছাএ জানান আমাদের স্কুলে যাতায়াত করতে খুবই অসিবিধা হয়ে জীবনের ঝুঁকি নীয়ে পারাপার করতে হয়ছ বাশের সাকো উপর দিয়ে তাই আমারা পাকা সেতু চাই। স্থানীয় বাসিন্দা জয় মণি সরকার জানান অনেকে বছর ধরেই এই বাশের সাকোর উপর দিয়ে যাতায়াত করছি জীবন ঝুঁকি নীয়ে হেলদল নেই ব্লক প্রশাসনের ও গ্ৰাম পঞ্চায়েতের এই বাশেঁর সাকো পাকা সেতু হলে আমরা উপকৃত হবো বললেন স্থানীয় বাসিন্দা জয়মণি সরকার।।।