আবার ও দানা মাঝির ছায়া উত্তর প্রদেশে ছেলের লাস মাকে কোলে নিয়ে বাড়ি ফিরতে হল

Spread the love

মানবতা আজ লাশ!
_________________

অয়ন বাংলা ,ওয়েব ডেস্ক:- উত্তর প্রদেশের শাহজাহানপুরে স্বাস্থ্য বিভাগের লজ্জাজনক ঘটনা দেখলো গোটা ভারতবর্ষ। ৯ বছর বয়সী শিশু মৃত্যুর পর দরিদ্র পরিবারকে মৃতদেহ বহনকারী সরকারী গাড়ি দেওয়ার পরিবর্তে তাঁকে হাসপাতাল থেকে বের করা দেওয়া হয়। এর পর, অসহায় মা তার হৃদয়ের টুকরো সন্তানের লাশ নিয়ে হাসপাতালে গেট কাছাকাছি ঘুরতে থাকে। লজ্জা মানবতার অপমান করেছে তাই মানবতা আজ লাশে পরিণত হয়েছে।

যদিও মানবতা বেঁচে থাকতো, তাহলে মানুষ তার চারপাশে দাঁড়িয়ে প্রমাণ করতো। কারণ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরিদ্র অসহায়ত্ব মাকে দান করার জন্য অর্থের যোগান দেওয়ার পর সেই অর্থোপার্জনের টাকা দিয়ে লাশটি গাড়ি করে বাড়ি নিয়ে যেত পারতো, কিন্ত কি কপাল মায়ের তার নিজের সন্তান কে নিজের কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে যায়।

সদর বাজারের ইদগাহ মহল্লার বাসিন্দা শাকিল মেনহট্টা স্ত্রী ও সন্তানদের নিয়ে দারিদ্র্যের সঙ্গে বসবাস করে। শাকিলের ৯ বছর বয়সী ছেলে আফরাফের জ্বর থেকে ভুগছিলেন। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাই। পরিবারের কোন টাকা বাকি ছিল না। ট্রমা সেন্টারে উপস্থিত কর্মীদের কাছে যেয়ে মৃত যাত্রীবাহী গাড়ির ব্যবস্থা করার জন্য আকুতি মিনতি করে কিন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোন কিছু পাত্তাই দেয়নি । তারপর মৃত শিশুটির লাশটি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ছিল। কিন্ত প্রাইভেট গাড়ীও মৃতদেহ নিতে প্রত্যাখ্যান করে।

সত্য আজব আমার দেশ এই দেশের মানবতা আজ নেই। মানুষ আজ আর নেইকো মানুষ দেশ আমার স্বার্থেই চলছে। নেতা মন্ত্রীদের ভোট দিয়ে যারা জিতিয়েছেন তারা আজ সব দিক থেকে বঞ্চিত। এই ঘটনা আবার প্রমাণ করলো দেশের গণতন্ত্র মৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.