বেহালায় তিন দিন রান্না করা খাবার বিতরণ, অসহায় মানুষের পাশে লোকনাথ ওয়েলফেয়ার সোসাইটি
পরিমল কর্মকার (কলকাতা) : বর্তমান করোনা আবহে ও লকডাউন পরিস্থিতির কারণে রাজ্যের মানুষ খুবই দুরাবস্থার মধ্যে রয়েছেন। ঠিক এই সময়েই তিন দিন বেহালায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে রান্না করা খাবার বিতরণ করলো লোকনাথ ওয়েফেয়ার সোসাইটি (বেহালা)। তত্ত্বাবধানে ছিলেন এই সংগঠনের কর্ণধার তথা বাংলা রিপোর্টার্স গিল্ড-এর সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল।
প্রসঙ্গত: লোকনাথ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গত ৮ জুন বেহালা ট্রামডিপো সংলগ্ন সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে ৫৫ জন দুঃস্থ ও অসহায় মানুষকে খিচুড়ি আর আলুরদম দিয়ে অন্নভোজে আপ্যায়িত করা হয়।
৯ জুন বেহালা অজন্তা সিনেমা কাছে ওডিআরসি কোয়ার্টার সংলগ্ন ১০ নম্বর বস্তির সামনে ১০০ জন দুঃস্থ মানুষকে ভাত, ডাল, আলু-পটলের তরকারি সহযোগে অন্নদান করা হয়।
আজও (১৭ জুন) দুপুরে লোকনাথ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অজন্তা সিনেমার কাছে ১০ নম্বর বস্তির সামনে ২১২ জন অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবারের তালিকায় ছিল ভাত ও ডিমের ঝোল।
সংগঠনের কর্ণধার গীতশ্রী পাল জানান, এই কর্মকাণ্ড যাদের সহযোগিতায় সার্থক হয়েছে তারা হলেন প্রসেনজিৎ পাল, বিষ্ণু সামন্ত, শ্যামল নস্কর, অরিন্দম চ্যাটার্জী, শ্রীকান্ত বিশ্বাস, পিন্টু গুপ্তা গোরা ঘোষ, বিনোদ চৌধুরী, মৈত্রেয়ী দি প্রমুখ।