নিজস্ব প্রতিনিধি, কোলকাতা : গত ২৮ ও ২৯ জানুয়ারি রিপন স্ট্রিট এর প্রসেনিয়াম আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো কোলকাতা রঙ্গশীর্ষ নাট্যদলের ২০২৩ এর “ড্রামা কার্নিভাল” । দুইদিন ব্যাপী বহু দর্শকের সমাগম ও মোট আটটি নাট্যদলের আটটি ভিন্ন স্বাদের নাটক উপস্থাপিত হয় এই ড্রামা কার্নিভালে ।
২৮শে জানুয়ারি অর্থাৎ এই অনুষ্ঠানের প্রথমদিনে ছিল চারটি নাটক – ষষ্ঠ ইন্দ্রিয় প্রযোজিত “বীজ”, অদ্বিতীয় প্রযোজিত “পরিণতি”, দমদম শিল্পাঙ্গন প্রযোজিত “গাঙচিল” এবং প্রথমদিনের শেষ নাটক কাঁকুড়গাছি নৈবেদ্য প্রযোজিত “ছোবল”। চারটি নাটকই এক সুন্দর শিক্ষামূলক বার্তা সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছে।
দ্বিতীয় দিনে ছিল নিউ ব্যারাকপুর দৃশ্যান্তন প্রযোজিত “উচ্ছিষ্ট” । দ্বিতীয় নাট্য প্রযোজনা ছিল ইউথোপিয়া নাট্যদলের “কালোখ্রিস্ট”, তারপর উপস্থাপিত হয় আড়িয়াদহ নাট্যপীঠের “সওয়া সের আঠা” এবং শেষ নাটক কোলকাতা রঙ্গশীর্ষ প্রযোজিত মনোজিৎ মিত্র নির্দেশিত “ভাসান”। নাট্যরূপ অর্পিতা দাশগুপ্ত। কোলকাতা রঙ্গশীর্ষের নতুন এই নাটক “ভাসান” এক অন্যরকমভাবে উপস্থাপিত হয় । নাটকের চেনা ভাষাকে একটু অন্যরকম করে মানুষের হৃদয় নিঃসৃত বার্তা দুই পথচলতি পাগলের প্রলাপের মধ্যে দিয়ে খুব সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন মূল দুই অভিনেতা পৃথা এবং নির্দেশক মনোজিৎ মিত্র। সাথে মঞ্চ,আলো ও আবহে সৌরভ যথাযথ ছিল। নেপথ্য সহযোগিতায় ছিল দলের নাট্যকর্মী প্রীতি চৌধুরী। নতুন প্রযোজনা হিসেবে এক নতুন স্বাদের এক্সপেরিমেন্টাল কাজ হিসেবে স্বার্থক বলা চলে।
সর্বোপরি, দুইদিনব্যাপী উপস্থাপিত এই আটটি নাট্যদলের আটটি নাটক অত্যন্ত সফল ও সার্থক করে তুলেছে এই দুদিনের ড্রামা কার্নিভালকে । কারণ এই কার্নিভালে প্রতিটি নাটকই উপস্থিত দর্শকমননকে সুনিপুণভাবে ছোঁয়ার চেষ্টা করেছে । সেদিক থেকে দেখলে এই কার্নিভাল বাংলা থিয়েটারকে আবার নতুন করে চেনা গৌরবোজ্বল ছন্দে ফেরাতে অনেকটা প্রয়াসী হয়েছে ।