বেকারদের কাজের দাবি সহ একাধিক দাবিতে DYFI এর বিরাট মিছিল ও কনভেনশন অনুষ্ঠিত হলো জিয়াগঞ্জে
জৈদুল সেখ, অয়ন বাংলা ,জিয়াগঞ্জ:-
“সব হাতে কাজ, সব পেটে ভাত ” স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উত্তাল হলো বামপন্থী যুবদের মিছিল।
বেকারদের কাজের দাবি, গঙ্গা-পদ্মা ভাঙ্গন প্রতিরোধ করতে হবে , অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে, কভিড বিধি মেনে স্কুল কলেজ খুলতে হবে একাধিক দাবিতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বিরাট মিছিল করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)।
মিছিল করে কনভেনশন অনুষ্ঠিত হয় জিয়াগঞ্জের লক্ষ্মী টকিও সিনেমা হলে, কনভেনশনের শুরুতে পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদান করেন মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি আনুয়ার সাদাত। এই কনভেনশন উদ্বোধনী বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ এবং যুবর প্রাক্তন নেতা বদরুদ্দোজা খান। মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা জানান ” যতদিন যাচ্ছে বেকারত্ব বাড়ছে, তৃণমূল সরকার মানুষকে কাজ দিতে ব্যর্থ, স্কুল, কলেজ খুলতে ব্যর্থ, তাই আমাদের আন্দোলন আরও জোরদার করতে এই মিছিল এবং কনভেনশন “