ওয়েবডেস্ক:- দেশকে রক্ষার নামে চৌকিদার কে রক্ষার জন্য প্রতিদিন চৌকিদার প্রধানমন্ত্রীর জন্য খরচ 1.62 ,কোটি টাকা। দিনকয়েক আগেই সংসদে পেশ হয়েছে সাধারণ বাজেট। তখনই জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরপত্তার জন্য বাজেট বেড়েছে। এবার এক নতুন তথ্য প্রকাশ পেল। সংসদে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সম্পর্কে ডিএমকে সাংসদ দয়ানিধি মারান বিশদ তথ্য জানতে চেয়েছিলেন। সিআরপিএফ ও সর্বোপরি এসপিজি কীভাবে তাঁকে সুরক্ষা দেয় এবং প্রতিদিন তাদের পিছনে কত টাকা খরচ হয় সেই সুরক্ষাও জানতে চেয়েছিলেন তিনি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা সম্পর্কে সেখানে বলা হয়, এসপিজি-তে সর্বমোট ৩,০০০ স্ট্রং ফোর্স এবং স্পেশ্যাল কমান্ডো রয়েছেন। সেই বাহিনী আরও উন্নত করা হবে বলে সেখানে জানানো হয়েছে। আর ঠিক ওই কারণেই নরেন্দ্র মোদীর নিরাপত্তায় এসপিজি-র বাজেট প্রায় ৬০০ কোটি করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। তবে এই বর্ধিত হার একেবারেই অপ্রত্যাশিত ছিল। কেননা গত বছরেই গান্ধী পরিবারের থেকে এই নিরাপত্তা কেড়ে নিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে চারজন থেকে সেই এসপিজি বরাদ্দ হয় একজনে জন্য।
২০১৯-২০ অর্থবর্ষে যখন এসপিজির বাজেট ৫৪০ কোটি ছিল তখন তা চারজন ভিআইপিকে কভার করত। এখন ৫৯৩ কোটি টাকাই খরচ হয় কেবল নরেন্দ্র মোদীকে সুরক্ষা দেওয়ার জন্য। বিশদে গবেষণা করে যা থেকে উঠে এসেছে যে, দিনপ্রতি মোদীর নিরাপত্তার পিছনে এই মুহূর্তে খরচ হচ্ছে দিনপ্রতি ১.৬২ কোটি টাকা। প্রতিঘণ্টায় খরচ ৬.৭৫ লাখ, প্রতি মিনিটে খরচ ১১,২৬৩ টাকা।
সত্যিই আজ দেশে আচ্ছে দিন এসেছে মোদিজীর নিরাপত্তার জন্য প্রসয় ছশো কোটি টাকা সরকারের খরচ ।..