দিল্লিতে বিস্ফোরণ, অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর বাতিল
পরিমল কর্মকার (কলকাতা) : দিল্লিতে বিস্ফোরণের জেরে জরুরী ভিত্তিতে শনি ও রবি এই দু-দিনের পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল (শুক্রবার) রাতেই তাঁর কলকাতায় আসার কথা ছিল। দু’দিন ধরে রাজ্যে একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে অমিত শাহ তার সমস্ত কর্মসূচি বাতিল করেছেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, দিল্লির আব্দুল কালাম সরণিতে শুক্রবার বিকেলে ইসরায়েলি দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি গাড়ির কাঁচ ভাঙলেও কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে NIA সহ একাধিক তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত: যখন বিস্ফোরণ ঘটে তখন ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরত্বে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক ভি ভি আই পি-রা। দিল্লিতে বিস্ফোরণের কারণেই অমিত শাহ আপাতত: তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করলেন। পশ্চিমবঙ্গ সফরে পরবর্তীতে তিনি কবে আসছেন, তা বিজেপি-র পক্ষ থেকে পরে জানানো হবে বলে জানা গিয়েছে।