মানবাধিকার সংগঠন NCHRO-র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গঠন
ন্যাশনাল কনফেডারেশন অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NCHRO) দেশব্যাপী রাজ্য কমিটি গঠন করছে। ইতিমধ্যেই এই মানবাধিকার সংগঠনটি দেশের ১৪ টি রাজ্যে রাজ্য কমিটি তৈরি করেছে।
আজ পশ্চিমবঙ্গের রাজ্য কমিটি গঠনের মধ্যে দিয়ে দেশের ১৫ টি রাজ্যে রাজ্য কমিটি গঠিত হল এই সংগঠনটির।
সর্বভারতীয় কমিটির সদস্য আনসার ইন্দোরির উপস্থিতিতে এই কমিটি গঠিত হয়। বিশিষ্ট সামাজিক কর্মী শিব শংকর মণ্ডল রাজ্য সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন। সহ সভাপতি মনোনিত হয়েছেন মিলন নির্ঝর মৃধা, সাধারণ সম্পাদক আইনজীবী সোরাব হোসেন, সম্পাদক রিয়া দে, কোষাধ্যক্ষ আইনজীবি কেয়া ঘোষ এবং কো-অরডিনেটর হিসেবে নিজাম পারভেজ মনোনিত হয়েছেন।
রাজ্যে সাধারণ মানুষের মানবাধিকার রক্ষায় এই সংগঠন কাজ করবে বলে জানিয়েছেন এই সংগঠনের ন্যাশনাল কমিটির সদস্য আনসার ইন্দোরি।