ষষ্ঠী থেকেই মানুষের ঢল! মুর্শিদাবাদের গ্রামের একাধিক পুজোর উদ্বোধনে বিধায়ক ও গ্রাম পঞ্চায়েতের প্রধান
রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ :
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ল মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত বালিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের ৮ টি দুর্গা পূজোতে। ষষ্ঠী পুজোর উদ্বোধনের মধ্যে দিয়ে সূচনা বাঙালির সেরা উৎসবের। বাংলা ও হিন্দী চলচ্চিত্র জগতের সেলিব্রিটি নয় এলাকার বিধায়ক,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিশিষ্ট সমাজসেবীদের দিয়ে মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রাম গুলির একাধিক পুজোর উদ্বোধন। ষষ্ঠীর সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত
গ্রামের একাধিক পূজোর উদ্বোধনে দেখা গেল। ষষ্ঠীর সন্ধ্যায় গ্রামের একাধিক পুজোর উদ্বোধন হয়ে গেল। পুজোর উদ্বোধন করতে আসলেন টলিউড ও বলিউডের অভিনেত্রী নয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি ও খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সামশের আলী মোমিন, বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শাশ্বত মুখার্জী, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, খড়গ্রাম থানার সার্কেল ইন্সপেক্টর দিব্যজল ভৌমিক, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রবীন্দ্র নাথ পাল। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মুর্শিদাবাদ জেলার গ্রামের রাস্তায় উৎসবের আমেজ। উদ্বোধনী অনুষ্ঠানে তাদের দেখতে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। দুই বছর পর স্বাভাবিক ছন্দে দুর্গা উৎসব। মানুষের মধ্যে এবার যথেষ্ট আবেগ রয়েছে।
পুজো কমিটি গুলি উদ্বোধনের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিচ্ছেন।
ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মানুষের ঢল নামে একাধিক পুজা মন্ডপে। ষষ্ঠীর সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত বালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাতুর মা রক্তদনতীকা ক্লাব, খড়সা পল্লী সমাজ সংঘ দুর্গাপুজা কমিটি, বালিয়া হরিবাসর সার্বজনীন দুর্গাপুজো কমিটি, চন্দ্রসিংহবাটী বামতারা স্পোর্টিং ক্লাব সার্বজনীন দুর্গাপুজো কমিটি সহ একাধিক পুজোর উদ্বোধন করা হয়। প্রতিবছর গ্রামের এই পুজো গুলি মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু দর্শকদের কাছে। এবারও দর্শকদের মনোরঞ্জন দিতে পুজোগুলো নানান থিম তুলে ধরেছেন। উদ্বোধনের দিন সন্ধ্যা থেকেই উপচে পড়ল এই থিম দেখার ভিড়।