চোর সন্দেহে ফুচকা বিক্রেতাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার কান্দী থানায়
জৈদুল সেখ,অয়ন বাংলা কান্দী মুর্শিদাবাদ :-
গত তিনদিন আগে গোকর্ণ শ্যামরায় কালী মন্দীররের মায়ের মুর্তির গহনা চুরি হয়েছিল। এই ঘটনা কেন্দ্র করে গোকর্ণ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কান্দী থানায় অভিযোগ জানানো হয়। গতকাল গভীর রাতে এক গরীব ফুচকা বিক্রেতা ধূলু বাগদী (২৩) এবং তার কাকা স্বপন বাগদী (৩৫) কে কান্দী থানার পুলিশ তুলিয়ে নিয়ে গিয়ে শারিরীক ও মানুষিক অত্যাচার চালায় বলে দাবি করে গোকর্ণ এলাকার বাসিন্দা কেয়া সরকার। অবস্থা বেগতিক দেখে আজ সোমবার দুপুর বেলায় ধুলু বাগদীকে বাড়িতে রেখে চলে যায়, এতো বেশি অত্যাচার করা হয় যে গোকর্ণ হসপিটাল ভর্তি না নিয়ে তাকে বহরমপুর মেডিক্যাল হসপিটালে ভর্তি করার পরামর্শ দেয়।
পুলিশের এই অত্যাচারের কথা গোকর্ণ এলাকার মানুষ জানতে পেরে প্রথমে বিকেল তিনটের সময় গোকর্ণ পুলিশ ফাড়ি ঘেরাও করে কান্দী থানার আই সি অরূপ রায় সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু আই সি না আসায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় , প্রায় ঘন্টা খানেক পর আই সি অরুপ রায় এসে আলোচনা বসতে রাজী হলে অবরোধ প্রত্যাহার করে নেয়। তবে শৌভিক রায় চৌধুরী বলে ” ধূলু বাগদী এবং তার কাকা স্বপন বাগদীর চিকিৎসার ব্যস্ততা করে সুস্থ ভাবে পুলিশ প্রশাসনকে ফিরিয়ে দিতে হবে, যদি না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব ”