নিউজ ডেস্ক :- গোটা দেশ জুড়ে চলছে ক্ষোভ বিক্ষোভ এরই মাঝে সরকার কার্যকর নাগরিকত্ব আইনের, নোটিশ জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক
এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ধর্মীয় উৎপীড়নের শিকার হওয়া অমুসলিম সংখ্যালঘু শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন।
এই নিয়ে কেরল সরকার বিধানসভায় বিল পাশ করে বন্ধ করার চেষ্টা করছে।
কার্যকর নাগরিকত্ব আইন, নোটিশ জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক
নয়াদিল্লি: দেশজুড়ে বিতর্কের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার। গেজেট সূচনা মারফত স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ১০ তারিখ থেকে এই আইন দেশময় চালু হয়ে গেল। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
সূচনায় বলা হয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন, ২০১৯ (২০১৯-এর ৪৭) ধারা ১-এর উপ ধারা (২) দ্বারা দেওয়া ক্ষমতা ব্যবহার করে ১০ জানুয়ারি, ২০২০-তে কেন্দ্রীয় সরকার এই আইন কার্যকর করার সিদ্ধান্ত নিল।
এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে ধর্মীয় উৎপীড়নের শিকার হওয়া অমুসলিম সংখ্যালঘু শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। এঁরা হলেন হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থী। ৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত যাঁরা ভারতে এসেছেন তাঁরা ৫ বছর এ দেশে থাকলেই নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তবে অসম ও ত্রিপুরার আদিবাসীবহুল এলাকাগুলি এই আইনের বাইরে থাকবে। একইভাবে যে রাজ্যগুলিতে ইনার লাইন পারমিট লাগে অর্থাৎ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও মেঘালয়ে নাগরিকত্ব আইন কার্যকর হবে না। বাদ থাকবে মণিপুরও।
গোটা দেশ উত্তাল সুপ্রিম কোর্টে চলছে মামলা ।