ডেস্ক:- আজ গোটা দেশে মণীষীদের মুর্তি ও নিরাপদ নই ।শুধু কি তাই গোটা দেশে দেশভক্তি দেশ প্রেমের নামে চলছে মিথ্যে অভিনয়ের খেলা । দেশের বুকে একের পর এক মনীষীদের মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে দুস্কৃতিরা। বিভিন্ন রাজ্যে বিভিন্ন মনীষীদের মূর্তি আক্রান্ত। বিজেপি সরকারের আমলে তা আরও বেড়েই চলেছে। কিছুদিন আগেই বিজেপি শাসিত গুজরাতের আমরৌলি জেলার হরিকৃষ্ণ লেকে জাতির জনক মহাত্মা গান্ধী মূর্তি ভেঙে গুড়িয়ে দেয় দুস্কৃতিরা। সেই সময় তীব্র চাঞ্চক্য ছড়িয়েছিল দেশজুড়ে। এবার ফের আরও একবার আক্রান্ত জাতির জনকের আবক্ষ্য মূর্তি। ফের মহাত্মা গান্ধী মূর্তি ভেঙে গুড়িয়ে দিল দুস্কৃতিরা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগে।
জানাগেছে, হাজারিবাগে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি রয়েছে। কিন্তু রবিবার সকালে জাতির জনকের মূর্তি ভগ্ন অবস্থা দেখে সাধারণের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
উল্লেখ্য, এর আগে বিজেপি শাসিত ত্রিপুরাতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিল দুস্কৃতিরা। লোকসভা ভোটের সময় কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। তাঁর আগে আগে উত্তর ভারতে আম্বেদকরের মূর্তি ভাঙা হয়েছে। অসমে ভাঙা হয়েছে রবীন্দ্রনাথের মূর্তি। এমনকি ঝাড়খণ্ডে এর আগে বিদ্রোহী বীর বীরসা মুণ্ডার মূর্তিও আক্রান্ত হয়েছে। এবার ফের আরও একবার ঝাড়খণ্ডে মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিল দুষ্কৃতিরা। বার বার দেশের বুকে বিভিন্ন মনীষীদের মূর্তি ভাঙায় দেশজুড়ে ছিঃ ছিঃ পরে গিয়েছে।
সত্যিই আজ দেশ প্রশ্নের সামনে দাড়িয়ে ।
সৌজন্য:- টি ডি এন বাংলা
Thanks