মোঃ আসফাক, অয়ন বাংলা, ফারাক্কা:- গঙ্গার জল বৃদ্ধি ও কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে রাজ্যের মানুষের নাজেহাল অবস্থা । কিন্তু আকাশের মুখভার অতিবর্ষণ । ফরাক্কার লকগেট খোলা ,ভারী বৃষ্টি ক্রমশ গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে বন্যার ভ্রকুটি র চেহেরা দেখা গেল মুর্শিদাবাদ জেলার ফারাক্কা,শামসেরগঞ্জ ও সুতি ব্লকের বেশ কিছু এলাকায় ।
অতিরিক্ত বর্ষার কারণে ফারাক্কা বাঁধে অতিরিক্ত জল সঞ্চয় হওয়ায় ও বাঁধে অতিরিক্ত চাপ আসার সংশয়ে ফারাক্কা বাঁধের মেন গেট খুলে দেওয়া হয়,যার ফলে গঙ্গা নদীর স্রোত দ্বিগুন বৃদ্ধি পায় কয়েকদিন ধরে গঙ্গা নদীর স্রোত বেশি থাকায় এবং অত্যাধিক হারে জল বৃদ্ধি পাওয়ায় গত শনিবার মহেশপুর, হোসেনপুরের গঙ্গাপাড়ে বসবাস করা মানুষের বাড়ি-ঘর গঙ্গারজলে তলিয়ে যায় ও ধুলিয়ান বাজারের গান্ধীঘাটের ড্রেনের মাধ্যমে গঙ্গার জল উপচে পড়ায় ধুলিয়ানের বেশ কিছু এলাকায় মানুষদের আসন্ন দুর্গোৎসবের পূর্বেই পথ চলাই দুর্ভোগে পড়তে দেখা যায় স্থানীয় মানুষদের ।
অন্যদিকে সামসেরগঞ্জের ভাসাইপাইকর এলাকায় পাহাড়ি জল ঢুকে পড়ায় ও অতিরিক্ত বৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকা আজ যেমন আজ বন্যার আকৃতি ধারণ করেছে ঠিক তেমনি জঙ্গিপুর মহকুমার অন্তর্গত গিরিয়ায় চাষীদের জমি ডুবে গিয়ে চাষীরা মাথায় হাত দিয়েছে । এই করুন অবস্থায় এলাকাবাসীর কাছে প্রশাসনই একমাত্র সম্বল ।
রবিবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের পর্যবেক্ষণে দেখা গিয়েছে ও তারা নিজেদের মধ্যে প্রশাসনিক সভাও সেরে ফেলেছেন l মোঃ আসফাক, বঙ্গ রিপোর্ট, ফারাক্কা: গঙ্গার জল বৃদ্ধি ও কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে রাজ্যের মানুষের নাজেহাল অবস্থা l ঠিক সেরকমই কিন্তূ একটু ভিন্ন রকম চেহেরা দেখা গেল মুর্শিদাবাদ জেলার ফারাক্কা,শামসেরগঞ্জ ও সুতি ব্লকের বেশ কিছু এলাকায় ।
অতিরিক্ত বর্ষার কারণে ফারাক্কা বাঁধে অতিরিক্ত জল সঞ্চয় হওয়ায় ও বাঁধে অতিরিক্ত চাপ আসার সংশয়ে ফারাক্কা বাঁধের মেন গেট খুলে দেওয়া হয়,যার ফলে গঙ্গা নদীর স্রোত দ্বিগুন বৃদ্ধি পায় । কয়েকদিন ধরে গঙ্গা নদীর স্রোত বেশি থাকায় এবং অত্যাধিক হারে জল বৃদ্ধি পাওয়ায় গত শনিবার মহেশপুর, হোসেনপুরের গঙ্গাপাড়ে বসবাস করা মানুষের বাড়ি-ঘর গঙ্গারজলে তলিয়ে যায় ও ধুলিয়ান বাজারের গান্ধীঘাটের ড্রেনের মাধ্যমে গঙ্গার জল উপচে পড়ায় ধুলিয়ানের বেশ কিছু এলাকায় মানুষদের আসন্ন দুর্গোৎসবের পূর্বেই পথ চলাই দুর্ভোগে পড়তে দেখা যায় স্থানীয় মানুষদের ।
অন্যদিকে সামসেরগঞ্জের ভাসাইপাইকর এলাকায় পাহাড়ি জল ঢুকে পড়ায় ও অতিরিক্ত বৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকা আজ যেমন আজ বন্যার আকৃতি ধারণ করেছে ঠিক তেমনি জঙ্গিপুর মহকুমার অন্তর্গত গিরিয়ায় চাষীদের জমি ডুবে গিয়ে চাষীরা মাথায় হাত দিয়েছে l এই করুন অবস্থায় এলাকাবাসীর কাছে প্রশাসনই একমাত্র সম্বল l
রবিবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের পর্যবেক্ষণে দেখা গিয়েছে ও তারা নিজেদের মধ্যে প্রশাসনিক সভাও সেরে ফেলেছেন । আপমর এলাবাসীর একটাই অনুরোধ নদীর পাড় ভাঙ্গনের হাত থেকে আমাদের বাঁচান স্থানীয় প্রশাসনের কাছে তাদের কাতর আবেদন । এখন দেখার বিষয় গঙ্গা-নদীর ভাঙ্গনের হাত থেকে কতটা স্বস্তি পায় ও প্রশাসনিক কর্ম-কর্তারা কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ?আপমর এলাবাসীর একটাই অনুরোধ নদীর পাড় ভাঙ্গনের হাত থেকে আমাদের বাঁচান স্থানীয় প্রশাসনের কাছে তাদের কাতর আবেদন । এখন দেখার বিষয় গঙ্গা-নদীর ভাঙ্গনের হাত থেকে কতটা স্বস্তি পায় ও প্রশাসনিক কর্ম-কর্তারা কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ?