মুর্শিদাবাদ আজমল ফাউন্ডেশন গোটা জেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ অসহায়দের ইফতারি দ্রব্য বিতরণ করে চলেছে

Spread the love

মুর্শিদাবাদ আজমল ফাউন্ডেশন গোটা জেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে দুস্থ অসহায়দের ইফতারি দ্রব্য বিতরণ করে চলেছে

আব্দুল খাবির,অয়ন বাংলা, মুর্শিদাবাদ:-
আজমল ফাউন্ডেশন এবং ইশা ফাউন্ডেশনের প্রচেষ্টায় মুর্শিদাবাদ জমিয়তে উলামায়ে হিন্দের স্বাধারন সম্পাদক মুফতি মোঃ নাজমুল হক সাহেবের নেতৃত্বে মুর্শিদাবাদের দৌলতাবাদের 210 জন,বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসায় 100 জন এবং রেজিনগরে 270 জনকে আজকের সব মিলিয়ে মোট~580 জন দুস্থ অসহায় মানুষদেরকে ইফতারি ফুড দেওয়া হইলো। ইফতারি ফুডে ছিল এক বস্তা চাল ,3 কেজি মুসুরির ডাল, 3 কেজি ছোলা, 3 কেজি চিনি 2 লিটার সরিষার তৈল ও 2 কেজি খেজুর দেওয়া হয়। এভাবে এ বছর 2019 এ মুর্শিদাবাদে 4000 ও মালদা সহ অন্যান্য জেলা সব মিলিয়ে পশ্চিমবাংলায় মোট সাত হাজার ব্যক্তিকে ইফতারি ফুড দেওয়া হবে।
যাতে রমজান মাসভর সুস্থ মস্তিষ্কে মানসিক টেনশন মুক্ত হয়ে সেহরি ইফতার করে পবিত্র রমজানের রোজা রেখে ভালোভাবে এবাদত বান্দেগী করতে পারেন। ইফতারি ফুড বিতরণের কাজ আগামী রবিবার পর্যন্ত চলবে
ইফতার প্যাকেজ পেয়ে দুস্থ মানুষগুলোই খুবই খুশি হোন। দৌলতাবাদের এক প্রতিনিধি মাওলানা আসিরুদ্দিন সাহেব বলেন যে সত্যি আমরা মুর্শিদাবাদের এই পিছিয়ে পড়া জেলার মাটিতে একজন সচ্ছ জনদরদী গরিব দুঃখীর পাশে থাকা মানবিক চিন্তাবিদ মানুষ মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেব কে পেয়ে খুবই খুশি তিনি আমাদের এই পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলায় অসহায় মানুষদের যেমন হবে রমজানের ইফতারের ফুড বিতরণ করেছেন তেমনি ভাবে পানীয় জলের ব্যবস্থা বিভিন্ন জায়গায় যেখানে উপসানালয় নাই সেখানে উপসনালয় অর্থাৎ মসজিদের ব্যবস্থা শিক্ষার জন্য 6 কামরা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং দুস্থ ছেলে ও মেয়েদের স্কলারশিপের ব্যবস্থা এছাড়াও কোন এলাকা ঝড় বৃষ্টি ও অগ্নি নির্বাসনের কারণে ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে ছুটে গিয়ে তাদের সহযোগিতা করা এরকম নানানভাবে খেদমতে খালকের কাজ করে চলেছেন।
তিনি মুর্শিদাবাদে নানান ভাবে উন্নয়ন করছেন এরকম একজন সচ্ছ জনদরদী নেতার পাশে আমরা আছি ছিলাম এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।
এলাকাবাসী আজমল ফাউন্ডেশন,ঈশা ফাউন্ডেশন,পশ্চিমবঙ্গ আজমল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি মোঃ নাজমুল হক সাহেবের জন্য আবেগহীন মন খুলে দুআ করেন ও তাদের সার্বিক মঙ্গল কামনা করেন।


আজকের প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মাওলানা বদরুল আলম, আব্দুল খাবির,মুফতি সাইদুল, মাওলানা আসিরুদ্দিন হাফেজ তোহিদুল, কারি রিয়াসাতুল্লাহ সাহেবসহ আরো অনেকে ।
প্রোগ্রাম সমাপ্তির পূর্বে মুফতি মোঃ নাজমুল হক সাহেব মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করতে গিয়ে দুস্থ অসহায় ও সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.