মুর্শিদাবাদের জলঙ্গীতে দলের প্রার্থীর ছবিতে জুতোর মালা পরিয়ে রাস্তা অবরোধ করে কুশপুতুলে আগুন লাগালো তৃণমূল কংগ্রেসের একাংশের কর্মীরা
রাজেন্দ্র নাথ দত্ত,অয়ন বাাংলা .মুর্শিদাবাদ :-
দীর্ঘ দিন ধরেই আশঙ্কা ছিল। তবে চৈত্রের বাতাসেই যে গ্রীষ্ণের দাবদহ বইবে তেমন কোনও সম্ভাবনা ছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তেমনই ঘটছে মুর্শিদাবাদে। বর্তমানে সিপিএমএর দলবদলু বিধায়ককে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গী বিধানসভার রাজনীতি। জলঙ্গী বিধানসভায় প্রার্থী হিসাবে আব্দুর রাজ্জাক কে চান না তাঁরা। বিক্ষোভকারীদের জোরালো দাবি।তাঁদের বক্তব্য,সিপিএম ছেড়ে আসা তৃণমূলে যোগদানকারী বিধায়ক আব্দুর রাজ্জাক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। এখনও শুভেন্দুর সঙ্গে যোগাযোগ আছে তাঁর।তিনি প্রার্থী দলের ক্ষতি হবে।তৃণমূলের বিক্ষুব্ধদের মূল দাবি, ‘বাংলা তার মেয়েকে চাইলেও’ জলঙ্গী বিধানসভায় প্রার্থী হিসাবে আব্দুর রাজ্জাক কে তাঁরা চান না। দুর্নীতিগ্রস্ত ও তৃণমূলের সংগঠন নষ্ট করা আব্দুর রাজ্জাককে বিধানসভার টিকিট না দেওয়ার জন্য শীর্ষনেতৃত্বের কাছে দরবারও করেছেন তাঁরা।তাকে প্রার্থী করাতেই দলের প্রার্থীর ছবিতে জুতোর মালা ও কুশপুতুলে আগুন লাগালো তৃণমূল কর্মীরা।জলঙ্গী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক বিরুদ্ধে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা সুলতানা,জলঙ্গী পঞ্চায়েত সমিতির সদস্য ও উত্তর জোনাল কমিটির সব সদস্য ও গ্রাম পঞ্চায়েতের ৭ প্রধানদের নেতৃত্বে এদিন রাস্তা অবরোধ করে প্রার্থীর কুশপুতুল পোড়ানো হলো রবিবার কালিগঞ্জ বাজারে।