হায়দ্রাবাদ পৌরসভা নির্বাচনে  সকালে বিজেপি এগিয়ে থেকেও দুপুরের পর তিন নম্বরে

Spread the love

নিউজ ডেস্ক: – হায়দ্রাবাদ পৌরসভা নির্বাচনে  সকালে বিজেপি এগিয়ে থেকেও দুপুরের পর তিন নম্বরে ।  হায়দরাবাদ পুরসভা দখল করতে এ বার ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। স্থানীয় নেতাদের উপর ভরসা না করে উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথকে তারকা প্রচারক হিসেবে উড়িয়ে নিয়ে গিয়েছিল তারা। সেখানে গিয়ে স্বভাবসিদ্ধ ঢংয়ে হিন্দুত্বের জিগির তুলেছিলেন তিনি। ‘ওয়াইসির গড়’ বলে পরিচিত ওল্ড সিটির লাল দরওয়াজায় দাঁড়িয়ে নিজামের শহরের নাম বদলে ‘ভাগ্যনগর’ করার দাবিও তুলেছিলেন। শেষবেলার প্রচারে গিয়ে ভাগ্যলক্ষ্মী মন্দিরে পুজো দিয়ে সেখানে বিজেপির ‘ভাগ্যপ্রসন্ন’ করার রাস্তা আরও প্রশস্ত করে তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গ্রেটার হায়দরাবাদ পৌর কর্পোরেশন (জিএইচএমসি) নির্বাচনের ফলাফল আজ আসছে। গণনা চলছে। ওয়েসি তার দুর্গটি বাঁচাতে সক্ষম হবেন বা বিজেপি তাতে কড়া নাড়বে সেটাই দেখার। জিএইচএমসির ১৫০ টি আসনের জন্য ১ হাজার ১২২ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। বিজেপি তার শীর্ষ নেতাদের এই নির্বাচনের প্রচারে ফেলে দিয়েছে, তাই এই সময়টিকে খুব আকর্ষণীয় বলে মনে করা।

প্রাথমিক ট্রেন্ডে বিজেপি অনেককেই এগিয়ে গিয়েছিল। ৯০টি আসনে এগিয়ে ছিল গেরুয়া শিবির। তবে এবার ক্রমেই পিছিয়ে পড়ছে তাঁরা। এগিয়ে চলেছে টিআরএস।

২.১০: জিএইচএমসি নির্বাচনের সর্বশেষ ট্রেন্ডে টিআরএস এবং এইআইএমআইএম বিজেপিকে পিছনে ফেলেছে। টিআরএস ৭০টি আসন নিয়ে নির্বাচনের ফলাফলের নেতৃত্ব দিচ্ছে, আর এআইআইএমআইএম ৩৫টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিজেপি ২০ টি আসনে এগিয়ে থেকে তৃতীয় স্থানে নেমে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.